নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

হৃদয়ের ঝাঁপি খুলে দেখি

২৯ শে জুন, ২০১৪ রাত ১০:১৪

হৃদয়ের ঝাঁপি খুলে দেখি ভালবাসার আকাশ আজ বেদনায় নীল
জল মেঘ ভাসে এলো মেলো বাতাসে চপল পাখা মেলে আকাশের নীলে
জলের তরল ভালবাসা ঝরে পৃথিবীর 'পরে - সবুজে সমান্তরালে
আকাশ চেয়ে চেয়ে দেখে -ভালবেসে আপন বুকে ধারণ করেছে যে মেঘমালা
উড়ে উড়ে কেমন করে ঢালে আহা জলের তরল ধারা - ভালবাসা বৃষ্টির ছলে,


ভালবাসা জলধারা রক্ত মাখা - জলের মতোন জানি নিম্নগামী -
আকাশ থেকে মেঘে , জল হয়ে ঝরে মৃত্তিকার 'পরে
রূপের আদি জৌলুসে সাজে নারী ও মাটি
কামনার জাল বিছিয়ে দেয় পরতে পরতে পরিপাটি
পল্লবিত সবুজে মৌ মৌ গন্ধে রঙের বাহারে ফুটে বিচিত্র ফুল
বাড়িয়ে দেয় দু'টো রঙিন পাঁপড়ির তৃষিত কামের অধর
মুগ্ধ মধুকর মধু পানে ফুলে উড়ে উড়ে অজান্তে নিজের
পরাগে পরাগে নিষিক্ত করে পুস্পের সুখদ কেশর
অগণিত অসংখ্য নিষিক্ত ডিম্বানু রক্তের নদীতে সাঁতার কেটে
মা, মা ডেকে ডুকরে কেঁদে উঠে যখন আশ্রয় নেয় জরায়ুর ভেতর
স্নেহের কোমল ধারা জেগে উঠে - কাদা মৃত্তিকা হয় নারীর হৃদয়
মাতৃত্বের অহংকারে নারী ভুলে যায় বেভুল সেই সব মধুর রাত
ভুলে যায় আহা সেই স্বপ্নের সুখদ শীৎকারে তৃপ্তির অনন্ত আস্বাদ
আর কাহার ও যে ছিলো এক ফোটা তরলের বীজ তৃপ্তির বিশুদ্ধ ক্লেদ
কামনার তপ্ত লাভায় উষ্ণ জল ঢেলে নেচে উঠে হিমের থক্‌থকে স্বেদ
চারিদিকে সুনশান নিরবতা - শুধুই ভাল লাগা- শুধুই মুখ গুজে পড়ে থাকা
ভুলে যায় সব - সব ভুলে শুধু হয়ে যায় নারী - স্নেহের সুউচ্চ প্রাসাদ;


এক ফোটা মধু দানে ফুল জৈবিক বিবর্তনে হয় রসাল ফল
তুমি হও "মা" - স্নেহের আধার মাথার মকুট মনি
তুমি আজ সব - তুমিই মা - তোমারই দখলে সকল রাজ্যপাট
আর আমি?
আমি আজ ভোলানাথ আধা পাগলা - কিছুই না!
না না না - আজ আমি কিছুই না!
শুধুই চোর - মধু চোর - মধু খোর - মধু লোভী ভ্রমর
শুধুই চন্দ্ররাতে বসন্ত বাতাসে এক লম্পট ভবঘুরে কপট মৌমাছি
অথবা বেভুল বেতাল মাতাল জ্যোৎস্নার রাতে প্রত্যাখ্যাত পরাজিত সৈনিক
কামলার তক্‌মায় ঘর্মাক্ত ললাট শুধুই দুঃখের বিচিত্র বিন্যাসে কুঞ্চিত
পুরুষ কাঁদে না আহা - আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত হয়ে ভাসায় না আঁখি
শুধুই বিরহের বেদনায় নীল হয় আষাঢ়ে মেঘের নীল আকাশের সাথে
ভালবাসার সাগর শুকিয়ে তপ্ত মরু সাহারা হলে সবুজ ছায়ার খোঁজে
মরুর তাপে উন্মত্ত পুরুষ হয়ে উঠে শুধুই কামুক এক উন্মাদ গোঁয়ার;


পুরুষ উন্মাদ গোঁয়ার! - কোমল গোলাপের নিঠুর কাঁটার বিষ বেদনায়
প্রত্যাখ্যানের জ্বালায় ভিতরে বাহিরে পুড়ে পুড়ে জ্বলন্ত অঙ্গার হৃদয়
একটু ভালবাসার কাঙ্গাল হয়ে ছুটে দিক বিদিকে ফুল ও পাখীর কাছে
দু'পাড় নদীর একটু মমতার জল পেলে উদ্দাম সোহাগে সাঁতার কাটে
উজান নদীতে নাও বেয়ে ঘাম ঝরায় ভাটিয়ালী সুরের জলজ ঢে্উয়ে
একটু ভালবাসা পেলে পুরুষ বিলিয়ে দেয় নিজেরই পৌরুষ - পাখীর ডানায়
তবু ও পুরুষ এক বিচিত্র প্রানী আজ পৃথিবীর সবুজে - ফুলের বঞ্চনায়।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৪ রাত ১:৫১

ঘুড্ডির পাইলট বলেছেন: চমৎকার :)

৩০ শে জুন, ২০১৪ রাত ২:৩২

এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ জনাব পাইলট
শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.