নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...
কখন ও হয়ে যাও তুমি খোলামেলা মোনালিসা -চিত্র স্রষ্টার
মুগ্ধ চোখে চেয়ে রয় সহজ কবি, হতবাক যেন অপরূপ রূপে
আবার তো হয়ে যাও দুস্পাঠ্য আদিম শীলালিপি রহস্যের আধার
কি জানি কেন অজানা এক শন্কায় অঁধর তব থরো থরো কাঁপে
সন্ধ্যার কালে লজ্জার ছলে জোনাকী জ্বলে কি যেন যায় মোরে বলে
রহস্যের পাথরে হাটে সরল কবি নীশিথের সহজ অন্ধকারে
অদ্ভুদ অন্ধকারে কে যেন মোরে পথ দেখায় মায়াবী পিদিম জ্বেলে
স্বপ্নের পথ ধরে হেটে চলে বহুদূর কবি - আপন বুকের পাঁজরে ;
স্বপ্নের অন্ধকারে সেই মায়াবীর হাত ধরে চেয়ে দেখে চম্কে কবি
অপরূপ রূপ একখানি মুখ, আরক্ত লাজেতে আহা অনুরাগে জ্বলে
দুস্পাঠ্য শীলালিপির সকল রহস্য ঝরে তার দু'চোখের অশ্রু জলে
পঠল চেরা চোখ, হৃদয় পটে আঁকা-এ যে সেই স্বপ্নের সোনার মানবী;
হাতে হাত রেখে সোহাগ সাগরে সাঁতার কেটে পৌছে স্বপ্নের বন্দরে
এমনি করে বুঝি হায় হাওয়ারে পেয়েছিল আদম স্বর্গের ভিতরে।
---------------------------------------------------------------------
------------------------চতুর্দশপদী-------------------------------
---------------------------------------------------------------------
০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৩০
এম এ কাশেম বলেছেন:
ধন্যবাদ প্রিয় পাঠিকা
শুভ কামনা অবিরত।
২| ২৫ শে জুলাই, ২০১৪ রাত ২:৪১
ইমিনা বলেছেন: খুব ভালো লাগলো
অনেক অনেক শুভেচ্ছা
২৫ শে জুলাই, ২০১৪ রাত ৩:০৭
এম এ কাশেম বলেছেন:
ধন্যবাদ প্রিয় পাঠিকা
শুভেচ্ছা অবিরত।
৩| ২৮ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:০০
অপ্সরা বলেছেন: সুন্দর কবিতা!
৩০ শে জুলাই, ২০১৪ সকাল ১১:২২
এম এ কাশেম বলেছেন:
অস্পরীদের জন্যে ............
শুভ কামনা।
৪| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১১:১৯
এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।
০২ রা আগস্ট, ২০১৪ সকাল ৮:৪৬
এম এ কাশেম বলেছেন:
ঈদ মোবারক এহসান ভাই ,
নিরন্তর শুভ কামনা।
৫| ০২ রা আগস্ট, ২০১৪ সকাল ৮:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: ঈদের শুবেচ্ছা এম এ কাশেম ।আমার ব্লগে আর পাচ্ছি না আপনাকে? কেনু?
০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৬
এম এ কাশেম বলেছেন:
আপনাকে ও ঈদ মোবারক সেলিম ভাই ,
আসলে একটু ব্যস্ত ,
শুভ কামনা নিরন্তর।
©somewhere in net ltd.
১| ০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ২:২৬
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অসাধারণ লেখনী ==========