নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

ষষ্টকে - ২

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫০

১. কালে কালে

কালে কালে তালে নিন্দার ছলে জ্বলে উঠে নারী প্রগতির প্রমত্ত মিছিলে
মুখরোচক পুরুষ চর্চার কলকাকলীতে মেতে উঠে তারা - উৎসবের ছলে,
গন্ডারের চামড়ায় আলখেল্লা পরে পুরুষ সকল আজি ঢেকেছি আপন শরীর
হুলের নীল বিষ বেদনায় নিরবে নির্বিকারে তুলো গুজে কানে হয়েছি বধির
নিন্দার বিষ বাণে যতই ক্ষত বিক্ষত হোক না আমার কুসুম কোমল হৃদয়
তবুও আমি প্রতি নিশ্বাসে বিশ্বাস রেখে বলি যুগে যুগে নারীদের হোক বিজয়।


২। প্রগতির দেখো দুর্গতি আহা

আধুনিক নারী যখন স্পর্শকাতর শরমিন্দা পাতার শরম গিয়েছে ভুলে
বহুজাতিক কোম্পানির ভোগের পণ্য সেজে হয়েছে নগ্ন প্রগতির ছলে,
প্রগতির দেখো দুর্গতি আহা- মা বোনদের সাজিয়েছে প্রগতির মডেল
নারী-সম্ভ্রম বানিজ্যে আপন আখের গুছিয়ে করে সম্পদ অশেষ অঢেল,
ডলারের ছিটে-ফোটা ঘ্রাণে আধুনিকা নারী যৌবন-সম্ভ্রম সকল বিকায়
বয়সের ভারে চর্ম কুঞ্চনের শুরুতেই দেখে ভ্রমর সকল গিয়েছে পালায়।


৩। প্রগতির মূলা

পুরুষের নাড়ী-নক্ষত্র চিনে চিনে তুমি হয়েছো রহস্যময়ী সুদক্ষ নারী
বহুজাতিক কোম্পানীর শোষণের হাত ধরে তবু হও অনার্য আনাড়ী
প্রগতির মূলা ঝুলিয়ে তাহারা একে একে খুলে নেয় সকল গাত্র-বসন
সম্ভ্রম লুঠে চেটে পুটে খেয়ে দেখায় তবে অলৌকিক স্বাধীনতার স্বপন
রূপ যৌবন হারিয়ে সব সম্মুখে দেখে - সে জীবন ভীষন রূঢ় অন্ধকার
স্বাধীনতার সোনার হরিণ ধরতে গিয়ে - হারায় শেষে সোনার সংসার।
==========================================

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:০০

অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর লিখনি +

ভালো থাকবেন :)

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:০৫

এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ প্রিয় পাঠক,

শুভ কামনা।

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৬

রুবাইয়াত নেওয়াজ বলেছেন: দাঁত মুখ ভেঙে গেলো রে ভাই। কঠিন কঠিন কবিতা। দুইবার পড়লাম। খুব সত্যি কথা লিখছেন।

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১৮

এম এ কাশেম বলেছেন:
দুধের দাঁত ভাঙ্গলে ক্ষতি নেই
আবার উঠবে,

ধন্যবাদ রু।

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫২

বাংলার পাই বলেছেন: সত্য কথাই বলেছেন। অনেক অনেক ভালো লাগা জানিয়ে গেলাম।

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২১

এম এ কাশেম বলেছেন:
জেনে খুশী হলাম,

ধন্যবাদ।

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮

কলমের কালি শেষ বলেছেন: হু রে ভাই যুগটাই এমন । কেমনে করিব তাদের যতন তারাতো বোঝে না আমাদের মতন । :(

ভাল লাগলো ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৬

এম এ কাশেম বলেছেন: না বুঝলে ও দোষ নাই,
আমাদের ও ক্ষতি নাই,

শুভ কামনা ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.