নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...
.
মানে অভিমানে খুব
রেগে আছো তাই
কথা বলা বন্ধ দু’দিন
যেন দুই যুগ হায়,
খইয়ের মতো তবু
কথা ফুটে মনের গভীরে
সবুজ কুঞ্জে হৃদয় রাঙে
গো-ধূলি আবিরে,
রাঁধো সুখে বাড়ো দুঃখে
মন কাঁদে কথার ভারে
আকু পাকু দু’টো রূপোর পাখী
সোনার খাচায় বন্দী হয়ে মরে,
.
.
দূর আকাশের নীলে
চাঁদ এলে তারা জ্বলে
খই ফুটে সই ঠোঁটে
নকশী কাঁথার তলে,
চুমু হয়ে কথা ঝরে
তোমার রসাল ঠোঁটে
উত্তরের ঝড়ে দক্ষিণের নদীতে
উত্তাল জোয়ার উঠে,
লাগাম ছাড়া দেহ ঘোড়া
দিক বিদিকে ছুটে
সামনে নদী সাগর পাড়ি
সাঁতার তাতে কাটে,
রাতের আঁধারে
সাগর সাঁত্রে
ধূয়ে যায় সব গ্লানি
জেগে দেখি ভোরে
তোমারই বাহু ডোরে
শুয়ে আছি আমি।
.
=========================
২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৫৬
এম এ কাশেম বলেছেন:
ধন্যবাদ প্রিয়
শুভেচ্ছা রইল।
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:১৫
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর লাগলো স্বপ্ন দেখার কবিতা ।
২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:০৪
এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ প্রিয়।
শুভ কামনা।
৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২৯
পরিবেশ বন্ধু বলেছেন: ভাল লাগল
২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০১
এম এ কাশেম বলেছেন:
ধন্যবাদ পরিবেশ বন্ধু,
শুভ কামনা।
©somewhere in net ltd.
১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৭
অন্ধবিন্দু বলেছেন:
~রাঁধো সুখে বাড়ো দুঃখে
মন কাঁদে কাথার ভারে
আকু পাকু দু’টো রূপোর পাখী
সোনার খাচায় বন্দী হয়ে মরে~
বেশ মজা পেলুম পড়ে !