নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...
ঘুম কন্যার রূপোর ঠোঁটে
দিলাম সোহাগ চুমা
হঠাৎ জেগে কন্যা হাকে
করছো এ কি , ওমা!
চাইলে তুমি দিতাম সবি
করতাম কি আর না?
আধেক রেখে আধেক খাবে
ফাকি দিয়ে কোথায় যাবে?
ফাগুন বনে আগুন জ্বেলে
কোকিল হয়ে উড়াল দেবে
আজ কিন্তু
তা হবে না;
একলা ঘরে একলা রেখে
চলে যেও না
রাতের নিশি মধুর শিশি
খুলে দেখো না:
খুলতে গিয়ে দেখি কন্যা
গরম এটম বোমা
জল তরঙ্গে তরল দোলা
ঢেউয়ের বাঁকে চুমা।
১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:৩২
এম এ কাশেম বলেছেন: উমা এখানে স্বগত উক্তি শুধু,
আপনি কোথা থেকে কি বুঝলেন
তা আমি নিজে ও বুঝলাম না।
ওমা/ উমা , উয়াও, উহু, ইত্যা দি স্বগত উক্তি বিশেষ-
অন্য কিছু নয়।
ধন্যবাদ।
২| ১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:২৮
অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++++
স্নিগ্ধ পরমাণু কাব্য । অনুকাব্য বলাই ভালো ।
ভালো থাকবেন
১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:৩৪
এম এ কাশেম বলেছেন:
আসলে অনুকাব্যই,
এটম শব্দটার কারনে নাম দিয়েছি
পরমানু কাব্য।
ধন্যবাদ।
৩| ১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ৩:২৫
নাসরিন চৌধুরী বলেছেন: যাক অনেকদিন পর আপনার লেখা পেলাম। ভাল লাগল এটম বোমা।
কেমন আছেন?
১৩ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:০২
এম এ কাশেম বলেছেন: এই তো আছি,
আপনার গল্পটিও পড়লাম,
শুভেচছা নেবেন।
©somewhere in net ltd.
১| ১০ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩১
সরদার হারুন বলেছেন: " উমা" তো হিন্দুদের দুর্গার আর এক নাম । সে তো মেয়ে ।
তাহলে মেয়েকে চিুমা দিলেন !!
আপনার লেখা বুঝলাম না । তাহলে আপনাকে বলবে কেন "করছ একি উমা !
তার পরের কথা গুলোর সাথে কেমন যেন আমি একমত হতে পালাম না ।