নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...
হেমন্তের মাঠে মাঠে দোলে হলুদ সোনা
সুখের পরশে কৃষাণের মুখে হাসি ফুঁটে
বুকে টেনে চুমে কৃষাণীর পান রাঙা ঠোঁটে
নিবিড় মনে লেনাদেনা ভালবাসা বোনা;
সারা গ্রাম মুখরিত ফসল তোলার গানে
সহজে সকলে নবান্নের উৎসবে মাতে
পটের রানী সাজে কৃষানী নিপাঠ শাড়ীতে
সুখ খোঁজে কৃষান-বুকে ঠোঁট ফোলা অভিমানে;
কষ্টের ফসল - সোনার ধানে ভরেছে গোলা
সদ্য রাতের মধ্য পুকুরে ঘাঁই তোলে রুহিত
হৃদয়ে নাচে সুরভিত সোহাগ সঙ্গীত
তবু তো কোথায় মনের কোণায় সুতীব্র জ্বালা,
ধনে ধান্যে কি হবে ওগো - কৃষানী শুধায়
চুমে বলে কৃষান - এসো প্রেমের ফসল ফলায়।
১৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২২
এম এ কাশেম বলেছেন: আপনাকে ও হেমন্তের কূয়াশা ভেজা শুভেচ্ছা,
ভাল থাকুন বাউল ভাই।
২| ১৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩১
অন্ধবিন্দু বলেছেন:
পাঠ ভাঙ্গা শাড়ী পরে সেজে ধানে দূর্বাতে
সুখ খোঁজে কৃষান-বুকে ঠোঁট ফোলা অভিমানে
এম এ কাশেম,
কবিতা পাঠে তৃপ্তি পেলুম। আপনাকে ধন্যবাদ।
১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:০৬
এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ অন্ধবিন্দু
তৃপ্তি পেয়েছেন জেনে ধন্য হলাম
কবিতা ঐ টুকু দেয় শুধু,
শুভেচ্ছা নেবেন।
৩| ১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২৮
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা । ++++
২০ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৮
এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ কলমের কালি শেষ
শুভেচ্ছা নেবেন
৪| ২০ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:৩১
বলেছেন: ++
২০ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৮
এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ অজানা পাঠক
শুভেচ্ছা নেবেন
৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৯
এহসান সাবির বলেছেন: দারুন।
০৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২৪
এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ এহসান ভাই
শুভেচ্ছা নেবেন।
©somewhere in net ltd.
১| ১৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১৩
বাউল আলমগী সরকার বলেছেন: হেমন্তের শুভেচ্ছা রইল