নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...
দাও গো যদি জলে ভরা একটি আমায় নদী
ভাসায়ে দেবো মনের সাধে ময়ুরপঙ্খীখানি
উথাল পাতাল সাগর দেবো তোমায় নিয়ে পারি
রঙ্গিলা নায়ের আমি রঙ্গিলা মাঝি;
সুজান গাঁয়ের উজান পথে
জল তরঙ্গের তরল রথে
ময়ুরপঙ্খী নাও ভাসিয়ে ভেসে যাবো আজি
রঙ্গিলা নায়ের আমি রঙ্গিলা মাঝি;
জ্যোৎস্না রাতে দ্বাদশ তিথি
জোয়ার জলে বাড়ায় প্রীতি
মনের আয়নাতে প্রিয়া তোমার নাগর সাজি
রঙ্গিলা নায়ের আমি রঙ্গিলা মাঝি;
ফাগুন বনে আগুন জ্বলে
মরার কোকিল ডাকে ডালে
ময়ুর পেখম মেলে নাচবো আমি আজি
রঙ্গিলা নায়ের আমি রঙ্গিলা মাঝি;
ভাব সাগরে ভাসায়ে তরী
দেনা পাওনার হিসেব করি
ভালবাসার বাঁধবোরে ঘর জীবন রেখে বাজী
রঙ্গিলা নায়ের আমি রঙ্গিলা মাঝি;
যাহার তরে জীবন মরন
তাহার তরে প্রেম সাধন
তারে পেতে আপন করে হবো কাজের কাজী
রঙ্গিলা নায়ের আমি রঙ্গিলা মাঝি;
উথাল পাতাল প্রেম সাগরে
ধরবো আমি হাল
উজান গাঙ্গে বাইবো রে নাও
উড়ায় প্রেমের পাল
সাগর নদী পারি দেবো -দিগ্বিজয়ী গাজী
অকূল দড়িয়াই আমি রঙ্গিলা মাঝি;
ঝড় আসুক আর তুফান উঠুক
আমি হবো ঢাল
সাঁঝ আকাশে চুমে দেবো
গোলাপ আভা গাল
সোহাগ পেয়ে লাজ রূপসী হলো প্রেমে রাজী
রঙ্গিলা নায়ের আমি রঙ্গিলা মাঝি।
২৬ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:২৯
এম এ কাশেম বলেছেন:
ধন্যবাদ বউল ভাই
শুভেচ্ছা নেবেন।
২| ২৬ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০০
এক দুর্বাসা বলেছেন: খুব খুব সুন্দর, হৃদয় ছোঁয়া ! শুভেচ্ছা রইলো অফুরন্ত।
২৬ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪৬
এম এ কাশেম বলেছেন:
ধন্যবাদ এক দুর্বাসা
জেনো মোর ভালবাসা
আর
অনেক অনেক শুভেচ্ছা।
৩| ২৬ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:২০
বলেছেন: +++++
২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫৬
এম এ কাশেম বলেছেন:
ধন্যবাদ ++++ এর জন্য
শুভেচ্ছা নেবেন।
৪| ২৬ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৯
অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার ।
শুভেচ্ছা
২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫৭
এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ অপূর্ণ রায়হান
শুভেচ্ছা নেবেন।
৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৮
এহসান সাবির বলেছেন: ঝড় আসুক আর তুফান উঠুক
আমি হবো ঢাল
সাঁঝ আকাশে চুমে দেবো
গোলাপ আভা গাল
সোহাগ পেয়ে লাজ রূপসী হলো প্রেমে রাজী
রঙ্গিলা নায়ের আমি রঙ্গিলা মাঝি।
০৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২৩
এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ এহসান ভাই
শুভেচ্ছা নেবেন।
©somewhere in net ltd.
১| ২৬ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:২৭
বাউল আলমগী সরকার বলেছেন: অসাধারণ অসাধারণ দাদা