নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

বাঁকা বাঁকা - বিষ মাখা

০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৭



এত বাঁকা বাঁকা কথা কেমনে করে কও তুমি -নারী,
বাঁকা বাঁকা - বিষ মাখা
কথার তীরে বিদ্ধ করে
কেমন মজা পাও তুমি নারী?
বাঁকা বাঁকা তোমার কথার হুলে পাঁজর বিদ্ধ করে
বেদনার নীল বিষে নীল হয় আমার কুসুম কোমল হৃদয়;
হৃদয়ের সরোবরে রক্তের রঙ জলে আবেগের তরলে ঢেউ তোলে
পদ্ম-কলির পাঁপড়িতে হৃদয়ের রক্তের লাল রঙ মেখে মেখে
সোহাগের তুলিতে মনের মাধুরী মিশিয়ে যখন এঁকে যায়
ভালবাসার ক্যানভাসে বিচিত্র আলপনায় রঙিন চিত্র সকল
তখন তুমি হঠাৎ এসে নারী - বাঁকা বাঁকা কথার ছলে
কাল নাগীনির মতোন ফনা তোলে চোবল মেরে
আমার সারা জনমের সাধনায় আঁকা স্বপ্নের চিত্র পটে
ঢেলে দাও তুমি নীল বেদনার কালো কালো মরনের তরল বিষ;

বিষের নীলে নীল হয় আমার কুসুম কোমল হৃদয়
সোহাগের স্বপ্নমালা গুমড়ে কেঁদে উঠে অদৃশ্য যন্ত্রনায়
গোপনে অলক্ষ্যে সকলের কেঁদে কেঁদে যায়
তাই তো আজ আমার দু'টো চোখে জল নাই
নীল বিষের যাতনায় ক্ষুব্ধ হৃদয়ে পুরুষ যখন
জল শূন্য দু'টো চোখ রাঙায় -
তখন তুমি - নারী
দু'হাতে মেরে তুড়ি
মনের আনন্দে বলে উঠো - এই দেখো পুরুষ
কেমন নারী বিদ্বেষী
বড্ড লোভী
অথবা অনার্য অসভ্য অত্যাচারী;

অথচ অত্যাচারী -এই পুরুষ আমি
মনের শখে রক্তের দামে
আলতার শিশি কি আনিনি কিনে
তোমার দু'টো চরণ রাঙাবার জন্যে?
পৌরুষ বিলিয়ে কি আমি হয়নি রিক্ত
কামনার ঠোঁট দু'টো কি তবু তোমার করিনি সিক্ত?

তবু ও কেন অপবাদ দাও নারী?
অপবাদে অপরাধী বানিয়ে আমায়
মজা লুঠে কেমন সুখ পাও তুমি?

বাঁকা বাঁকা - বিষ মাখা কথার তীরে
বিদ্ধ করো না আর আমায় নারী
বাঁকা কথার ছলে - বেদনার নীল বিষে
অদৃশ্য অলৌকিক বিষের অসহ্য নীল যন্ত্রনায়
বেদনায় নীল হয় আমার কুসুম কোমল হৃদয়;

বাঁকা বাঁকা - বিষ মাখা
কথার ছলে - চোখের জলে
মায়াবী কপোলে ছলনার ঢেউ তোলে
বিদ্বেষের তূনে রাখা বিষ মাখা তীরে
অথবা মিছরীর সুতীক্ষ্ম ছুরিতে নারী
বিদ্ধ করো না আর আমার কুসুম কোমল হৃদয়।
______________________________________________

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১১

পরিবেশ বন্ধু বলেছেন: চমৎকার ++++++++++++

০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২৭

এম এ কাশেম বলেছেন:
ধন্যবাদ পরিবেশ বন্ধু

শুভ কামনা

২| ০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩০

ইমতিয়াজ ১৩ বলেছেন: ছবিটা তো ইয়ার আব দ্যা পিক হওয়ার কথা !! হয়েছে নাকি ?



লেখায় +++

০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৭

এম এ কাশেম বলেছেন:
আগামী বছর হয়তো হবে

ধন্যবাদ।

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১৭

নিলু বলেছেন: এগিয়ে যান

০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫০

এম এ কাশেম বলেছেন:
ডানে বায়ে গেলে হবে না?

শুভেচ্ছা নেবেন প্রিয়।

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫০

তুষার কাব্য বলেছেন: বাঁকা কথামালার সাথে ছবিটাও সেইরাম.... :D

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫৯

এম এ কাশেম বলেছেন:

হ্যাঁ , বামমলার সাথে বাঁকা

শুভ কামনা।

৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৫২

দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগা এবং ভালো লাগা।

এবং ছবিটা অসাধারণ!

শুভকামনা জানবেন ভাই। অনিঃশেষ। সবসময়।

০৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৫৭

এম এ কাশেম বলেছেন: ভালো লেগেছে জেনে ধন্য হলাম কবি
শুভ কামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.