নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...
চোরকাঁটা চুরি করে সোহাগে
বিঁধে আছে তোমার নীল পেড়ে শাড়ীতে
ভালবাসার তূণের তীর হয়ে তুমি
বিঁধে আছো আমার হৃদয়ে,
বাঁশ বন পেরিয়ে
কাশ বন মাড়িয়ে
আঁকা বাঁকা সবুজ ঘাসের মেঠো পথ ধরে
গোধূলির শেষে আধো আঁধারে
চুপি চুপি এসো নদীর ধারে হিজলের ছায়ে,
ঐ দেখো দূরে
হিজলের ডালে পাশপাশি দু'টো বসে আছে পাখি
ঠু্ক্রে ঠুক্রে পালকে পরস্পরে
কি যেন বেঁচে নেয় সোহাগের ঠোঁটে,
স্বপ্নের রাতে সোহাগের সাথে
পুস্প পরশে তেমনি একে একে বেঁচে দেবো
তোমার সাধের নীল পেড়ে শাড়িতে বিদ্ধ
সকল চোরকাঁটা সমূলে ,
একবার যদি - "ভালবাসি" বলে
বুকের মাঝে তুষের আগুনে প্রিয়ে
দীগল চুলের শীতল পরশ দিয়ে
স্নেহের কোমল হাতে তোলে নাও ওগো
আমার হৃদয়ে বিদ্ধ তোমার
গরল তীরের তরল মধুর ফলা।
২০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪০
এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ বাউল ভাই
শুভেচ্ছা নেবেন।
২| ২০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৯
কাবিল বলেছেন: সুন্দর হয়েছে এবং ভালও লেগেছে।
চালিয়ে যান +
২০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪১
এম এ কাশেম বলেছেন: ভাল লেগেছে জেনে ধন্য হলাম
শুভেচ্ছা সতত।
৩| ০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১০
♥কবি♥ বলেছেন: কাশেম ভাই চমৎকার হইছে তাই +++
০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৪
এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ ♥কবি♥
শুভেচ্ছা নেবেন।
©somewhere in net ltd.
১| ২০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১৫
বাউল আলমগী সরকার বলেছেন: বাহ রোমান্টিক হরেক রকম