নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...
(১) সুগন্ধ সহে না তাই
অর্ধ শত বছর কেটে গেলো যার উপরে উপরে
কি লাভ যেয়ে আর অত দূর অন্ধকার গভীরে
অতি দূর অন্ধকারে কি জানি কি সাপ জোক থাকে
বিতর্কে বর্জ্যে দূর্গন্ধ ছড়ায় মেকি সভ্যতার ফাঁকে
দায়ী তবু সেই গন্ধ বণিক যে বেচে সু-গন্ধ মোড়ে
সুগন্ধ সহে না উন্মাদে তাই সোহাগের ঢিল ছুঁড়ে।
(২) বাতাসে ছিটালে থুথু
অনেকটা পথ তো হেটেছি আমরা হাত ধরে একটা দিন
ভিন্ন পথে এসে ও মিলনের মোড়ে বেজে উঠে অদৃশ্য বীণ
পথ চলতে পথে অলিতে গলিতে হয়ে যায় কত কিছু দেখা
নেশা নয়, পেশা নয় তবু যে মনের শখে ছাই-পাশ লেখা
ভিন্ন মত, পথ ঘাট, অলি গলি জোড়া তালি একই শহর
বাতাসে ছিটালে থুথু উড়ে এসে জুড়ে পরে গায়ের উপর।
(৩) মহৎ বন্ধু সে যে
ক্ষমা করে দাও বলে বাড়ায় যে সোহাগের হাত
অতি মহৎ বন্ধু সে যে দিক না যতই আঘাত
আঘাত গুলো হয়ে যায় সাত রঙা সুগন্ধী ফুল
ঘুচিয়ে দেয় দুঃখ বেদনা আর যত মনের ভুল
ভুল গুলো ফুল হয়ে ফুটে উঠে বেদনার আয়নায়
মনটা নেচে উঠে শান্তির সুখদ অদৃশ্য বাজনায়।
==============================
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪২
এম এ কাশেম বলেছেন: ধনয়বাদ গাজী মিজান
শুভেচ্ছা নেবেন।
২| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৯
কাবিল বলেছেন: ভাল লাগল + + +
০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪২
এম এ কাশেম বলেছেন: জেনে ধন্য হলাম
নতুন বছরের শুভেচ্ছা।
৩| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৪
অন্ধবিন্দু বলেছেন:
পথ চলতে পথে অলিতে গলিতে হয়ে যায় কত কিছু দেখা
নেশা নয়, পেশা নয় তবু যে মনের শখে ছাই-পাশ লেখা
ছাই-পাশ আরো চাই এবং নিয়মিত...
ভালো থাকা হোক, এম এ কাশেম।
০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৩
এম এ কাশেম বলেছেন: কথা দিলাম আর ও ছাই পাশ লিখার
শুভেচ্ছা নেবেন।
৪| ০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩২
কলমের কালি শেষ বলেছেন: তিনটাই অসাধারন ।
০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৪
এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ প্রিয়
শুভেচ্ছা নেবেন।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৫
গাজী মিজান বলেছেন: ক্ষমা করে দাও বলে বাড়ায় যে সোহাগের হাত
অতি মহৎ বন্ধু সে যে দিক না যতই আঘাত
-দারুন লেখা। ধন্যবাদ।