নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...
আহা - তুমি যদি হতে
জীবনের বাঁকে চলার পথে
সোনালী মোড়কে বাঁধা
জীবনের সাদা খাতা
রূপার দোয়াতে তবে
সোনার কলম ডুবিয়ে
লিখে দিতাম প্রিয়া -
ছন্দে, গন্ধে, রঙ্গ রসে ভরা
অজর অমর একখানি
সোহাগী সোনালী সবুজ কবিতা;
প্রতি দিন প্রতি রাত হতো
এক একটি সোনালী পাতা
চুমে সোহাগে কাঁপা অঁধরে
লিখে দিলে মনের বারতা
জীবন যৌবন ধন্য হতো
প্রেমের কাব্য গাঁথা,
জীবনের বাঁকে চলার পথে
হতে যদি ওগো
জীবনের সাদা খাতা
ঘুচে যেতো তবে
দুঃখ হাহাকার আর
না পাওয়ার বিরহ ব্যথা;
স্মৃতির কাননে পুস্প ফোঁটে
প্রজাপতি উড়ে
বেদনা জাগায় বিরহী কাঁটা
বলো - ভুলি কি করে
স্মৃতির সরোবরে দোলে উঠে যবে
একটি কুঁড়ি ঘিরে দু'টো সবুজ পাতা
আজও কাঁদায় হাসায়
স্বপ্নে দেখে দেখে রাত কাটায়
হয় না এক দু'টো চোখের পাতা;
হতে যদি ওগো
জীবনের বাঁকে চলার পথে
আমার জীবনের সাদা খাতা
তোমায় পেলে এ জীবনে
হয়তো ঘুরে যেতো
জীবনের বাঁক চলার পথ,
তোমায় পাশে নিয়ে
রূপার পালঙ্খে শুয়ে
তবে চলতো সোনার রথ।
০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৩
এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ প্রিয়
শুভেচ্ছা নেবেন।
©somewhere in net ltd.
১| ০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৩
নিলু বলেছেন: ভালো , লিখে যান