নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

ষষ্টকে – ২

১০ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৬:২৬

১. নারীদের হোক বিজয়।



কালে কালে তালে নিন্দার ছলে জ্বলে উঠে নারী প্রগতির প্রমত্ত মিছিলে

মুখরোচক পুরুষ চর্চার কলকাকলীতে মেতে উঠে তারা – উৎসবের ছলে,

গন্ডারের চামড়ায় আলখেল্লা পরে পুরুষ সকল আজি ঢেকেছি আপন শরীর

হুলের নীল বিষ বেদনায় নিরবে নির্বিকারে তুলো গুজে কানে হয়েছি বধির

নিন্দার বিষ বাণে যতই ক্ষত বিক্ষত হোক না আমার কুসুম কোমল হৃদয়

তবুও আমি প্রতি নিশ্বাসে বিশ্বাস রেখে বলি যুগে যুগে নারীদের হোক বিজয়।



২। প্রগতির দেখো দুর্গতি আহা



আধুনিক নারী যখন স্পর্শকাতর শরমিন্দা পাতার শরম গিয়েছে ভুলে

বহুজাতিক কোম্পানির ভোগের পণ্য সেজে হয়েছে নগ্ন - প্রগতির ছলে,

প্রগতির দেখো দুর্গতি আহা- মা বোনদের সাজিয়েছে প্রগতির মডেল

নারী-সম্ভ্রম বানিজ্যে আপন আখের গুছিয়ে করে সম্পদ অশেষ অঢেল,

ডলারের ছিটে-ফোটা ঘ্রাণে আধুনিকা নারী যৌবন-সম্ভ্রম সকল বিকায়

বয়সের ভারে চর্ম কুঞ্চনের শুরুতেই দেখে - ভ্রমর সকল গিয়েছে পালায়।



৩। প্রগতির মূলা ঝুলিয়ে তাহারা



পুরুষের নাড়ী-নক্ষত্র চিনে চিনে তুমি হয়েছো রহস্যময়ী সুদক্ষ নারী

বহুজাতিক কোম্পানীর শোষণের হাত ধরে তবু হও অনার্য আনাড়ী

প্রগতির মূলা ঝুলিয়ে তাহারা একে একে খুলে নেয় সকল অমূল্য-বসন

সম্ভ্রম লুঠে - চেটে পুটে খেয়ে দেখায় তবে অলৌকিক স্বাধীনতার স্বপন

রূপ যৌবন হারিয়ে সব - সম্মুখে দেখে সে জীবন ভীষন রূঢ় অন্ধকার

স্বাধীনতার সোনার হরিণ ধরতে গিয়ে হারায় অবশেষে সোনার সংসার।

_______________________________________________________________

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৩০

সাদা মনের মানুষ বলেছেন:
আমি নারী স্বাধীনতার পক্ষে, তবে বহুজাতিক কোম্পানীর শোষণের হাত ধরে তবু হও অনার্য আনাড়ী এমনটা দেখতে চাই না।

১০ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৬

এম এ কাশেম বলেছেন:
আমি ও
এবং নারী স্বাধীনতা মানে নগ্নতা আর বেহায়াপনা নয়
স্বাধীনতা মানে শালীনভাবে নিজের অধিকার প্রতিষ্টা
স্বাধীনতা মানে ভাল ভাবে ভাল থাকা ,

শুভেচ্ছা নেবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.