নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

অদ্ভুত

৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৮





অদ্ভুত বারোয়ারী নাটক,

মাছের মার পুত্র শোক,

কেউ হাসে,

কেউ কাঁদে

কেঊ উল্লাশে ফেটে পরে

কেউ আবার রাজনীতির উপরে

বায়ান্ন তাসের তিপ্পান্ন খেলায়

চোখ বুঁজে টেক্কা মারে,

সু-চতুর শেয়াল ডাকে হুক্কা -হুয়া,

পা-চাটা কুত্তার ঘেউ ঘেউ;

বলদের মহা গলদ

টক-শো তে টক টক কথা

পাগল-ছাগল, গাধা-ঘোড়ার

ঐতিহাসিক সব মস্ত মাথা

বলে যখন ইচ্ছে যা তা;





এত দিন বাহির থেকে দিলে তালা

এখন ভেতর থেকে হয় না খোলা

এ এমন নিধির খেলা

কেমনে করি যে হেলা

কারো কি ছিলো জানা

কে যে কারে অপমান করে

কে যে কখন অপমানিত হয় আহা

আল্লাহ মালুম;

অদ্ভুত না?





আমরা জনগণ কলুর বলদ

আগুনে পুড়ি

গুলিতে মরি

তবু ও চেয়ে চেয়ে থাকি

বুঝে কিংবা না বুঝে

রাজ রানীর পাছায় তেল মারতে

তৈলবাজ সকলের যাতে

অভাব না হয় তেলের

তার জন্যে রাত দিন

দিন রাত টানি

বাপ দাদার ঐ

পুরানো তেলের ঘানি।



মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫২

নিলু বলেছেন: এখন তো , তেলের ঘানী কোথায়ও চলে না বা কেউ ঘোরায় না ,

৩০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০১

এম এ কাশেম বলেছেন:
রূপক শুধু.................
তেলবাজরা তেল দেয় , ঘি তোলে
তেল কোথা থেকে আসে
তার কি কোন খবর রাখে?

শুভেচ্ছা নেবেন।

২| ৩০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০০

থার্ড পার্সন প্লুরাল বলেছেন: বলদ হয়ে সর্বনাশ ।পাছায় তেল মারার বদলে যদি লাথি মারতো তাহলে ঠিক হতো ।

৩০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০২

এম এ কাশেম বলেছেন: সহমত,
শুভেচ্ছা নেবেন।

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৩

কালের সময় বলেছেন: এটা কি ভাই কবিতা

৩০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৪

এম এ কাশেম বলেছেন:
না , কবিতা না
কিস্‌সা কাহিনীর নাটকীয় কাব্যের গল্প নিয়ে উপন্যাস....................

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৩

সুমাইয়া আলো বলেছেন: ভালো লাগা জানিবেন

৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৫

এম এ কাশেম বলেছেন:

ভাল লেগেছে জেনে ধন্য হলাম
শুভেচ্ছা নেবেন।

৫| ৩০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪১

প্রামানিক বলেছেন: তেলের ঘানির ছবি কই পাইলেন। ভাল লাগল কবিতা।

৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৮

এম এ কাশেম বলেছেন: আমেরিকায় বসে,
এবার বুঝলেন কেমনে পাইলাম পাইলাম?
সবই কেরামতি - ইন্টারনেট প্রামানিক ভাই

শুভেচ্ছা নেবেন।

৬| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:১৪

নাসরিন চৌধুরী বলেছেন: ভাল হইসে কিন্তু এত বানান ভুল কেনু?

৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৩৮

এম এ কাশেম বলেছেন: ভাল হইসে ???
কেনু???????????????

শুভেচ্ছা কবি নাসরীন ,
ভুল কোনটা বলবেন তো
বানান যে কোনটা ভুল জানলে কি ভুল হতো ?

ভাল থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.