নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

রূপের কাঁটা

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫১





সুন্দরী বটে !

রূপের কাঁটা

বিঁধে আছে গলায়

কই মাছের কাঁটার মত,





অকৃপণ ভাবে স্রস্টা নিজ হাতে

রূপ দিয়েছিলো দেহে

সম্ভাবত জন্মের পর মধু দেয়নি মুখে

অভাবে কিংবা ভুলে;





কর্কশ ভাষীনি রূপসী আমার সংসারে

সংসার জ্বলছে রূপের আগুনে

কথার কাঁটায় অন্তর বিদ্ধ হচ্ছে নিয়ত

পাড়া -পড়শীর সাথে ঝগড়া শেষ হয়ে গেছে

কভে সে অনেক আগে ,

কেউ আর ছায়া ও মাড়ায় না তার

এখন ঝগড়া করে -নিজের ছায়ার সাথে

পানির সাথে

আগুনের সাথে

বাতাসের সাথে;





ঝগড়ার সে যে শুরু প্রথম দিনে

শেষ যে কভে হবে আল্লাহ জানে

সংসার জ্বলছে রূপের আগুনে

একাই আমি ভস্ম হচ্ছি অগ্নি বচনে

দিনে রাতে

রাতে -দিনে

দুঃখের দহনে;





দুঃখের রজনী শেষ যে হবে কভে

আল্লাহ মালুম…..



না পারি ফেলতে

না পারি গিলতে

এমন এক কাঁটা

রূপে আর বচনে।

________________________________________











মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সুন্দর আর সাবলীল

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৪

এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ লাইলী আরজুমান খানম লায়লা

শুভেচ্ছা নেবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.