নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

প্রশ্ন জাগে এই ফাগুনে

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৩



ফাগুন মাসের আট তারিখে

ভাই হারানোর দুঃখ শোকে

কাঁদছে যখন পোঁড়া মন

দেখি তখন একি প্রহসন ;

ভাষা প্রেমের মিথ্যে ছলে

বাংলা তারিখ মাস ভুলে

ইংলিশ মাসের বিংলিশ তারিখে

বুঝি না ভাই কোন দুঃখে

ভাষা দিবস করছে পালন

ভাষার প্রেমে ভাষাবিধগণ?





বারো মাসে একটা দিন

বাংলা সুরে বাজিয়ে বীণ

মরিচ পুঁড়ে পান্তা ভাতে

মজা করে ইলিশ খেতে

সোনার বাংলার দামাল ছেলে

সালাম, জব্বার, বরকতে

পিচ ঢালা ঐ রাজ পথে

বুকের তাজা খুন ঢালে?





ভাষা দিবস রাত প্রহরে

শহীদ বেদীর উঠোন জুড়ে

সবার আগে ফুল দিতে

মিডিয়াতে মুখ দেখাতে

ফুল নিয়ে কাড়াকাড়ি

ধরাধরি মারামারি

বোমা ফোটে, গুলি ছুটে

আতঙ্কে যে প্রহর কাঠে

এমন ভাবে কেমন করে

বাংলা ভাষার মান বাড়ে?





প্রশ্ন গুলো আমার মনে

ঘুরছে মাথায় বন্ বনে

জ্ঞান তো সবার টন্ টনে

জিজ্ঞাসা তাই সর্ব জনে;





উত্তর গুলো দিবে কি কেউ

মিঠায় তবে মনের ঢেউ

প্রহর গুণি মনে মনে

আট তারিখের এই ফাগুনে;





ভুল বুঝলে দুঃখ পাবো

অবুঝ মনে

অধম কবির লক্ষ সালাম

শহীদ প্রানে।



========================

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লিখেছেন। কি করবেন ২১শে ফেব্রুয়ারী এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস । ১৯৫২ তে ২১শে ফেব্রুয়ারী আর ৮ ফাল্গুন এক তারিখই ছিলো। ২০১৫তে পরিবর্তন হয়ে গেছে । বাংলাভাষার এমন দিন ইংলিশ এ পালিত হচ্ছে ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০১

এম এ কাশেম বলেছেন: যাদের করার কথা
তারা যদি কিছু না করে
তাহলে আমার করার কিছুই নেই ,

তবু প্রশ্নটা করে গেলাম সবার জন্যে
যদি শুভ বুদ্ধির উদয় হয়...................

শুভেচ্ছা নেবেন সেলিম ভাই।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৭

প্রফেসর মরিয়ার্টি বলেছেন: হুম, এই ব্যাপারটা নিয়ে আসলেই আমাদের চিন্তা করা দরকার। মাতৃভাষা দিবস আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। কিন্তু এই দিবসটা ৮ই ফাল্গুনেই হওয়া উচিত।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৬

এম এ কাশেম বলেছেন: ৮ ই ফাগুনকে ভিত্তি করেই আন্তর্জাতিক
মাতৃ ভাষা দিবস হতে পারতো,

কিন্তু আমরা যে হুজুগে.............

শুভেচ্ছা নেবেন।

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫

মনপুরা হাসান বলেছেন: ইংলিশ মাসের বিংলিশ তারিখে
বুঝি না ভাই কোন দুঃখে
ভাষা দিবস করছে পালন
ভাষার প্রেমে ভাষাবিধগণ?

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:০১

এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ ভাই

শুভ কামনা।

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫১

অন্ধবিন্দু বলেছেন:
আমার কাছেও উত্তর নেই, এম এ কাশেম। দোষী যে আমিও ...

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:০৭

এম এ কাশেম বলেছেন: কাউকে আমি দোষী করছি না
তবে এই দিবসটা জাতির জন্য খুবই গুরুত্বপূণ
অথচ তার ভিত্তিটা মিথ্যার উপর প্রতিষ্ঠা পেলো
শুধু এটাই দুঃখ,

অন্তত এ ক্ষেত্রে বাংলা দিন - মাস - বছর বা বাংলা
তারিখ ব্যবহার করে ভাষা শহীদদের আত্মদানকে সন্মান
জানাতে পারতাম।

ধন্যবাদ প্রিয় অন্ধবিন্দু - শুভেচ্ছা নিবেন।

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৯

নাসরিন চৌধুরী বলেছেন: উত্তর জানা নাই --কি বলব!!!
তবে ভাবনারা কিলবিল করছে কিন্তু কেমন কি!!
জাগুক বাংলাদেশ জাগুক বাঙ্গালী --এই প্রত্যাশা//

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:১১

এম এ কাশেম বলেছেন: আসলে উত্তর সবারই জানা
কিন্তু আমরা আত্নপ্রতারনায় নিমজ্জিত
হুজুগে বাঙ্গালী - ভুল শুদ্ধ বাছ - বিচার নাই
শুধু আবেগ নিয়ে লাফায়।

জাগুক বাংলাদেশ জাগুক বাঙ্গালী --এই প্রত্যাশা/----আমারও ।

৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৪১

প্রামানিক বলেছেন: কাশেম ভাই এত ঘন ঘন ব্লগের চেহারা পাল্টান কেন? হঠাৎ করে চিনতে অসুবিধা হয়। সব জায়গায় এক চেহারা প্রদর্শন করেন, তাহলে আমরা যারা আপনার ভক্ত আছি সহজেই চিনে বের করে আপনার লেখা পড়তে পারি।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:১৩

এম এ কাশেম বলেছেন: কই নাতো!,
তবে এক এক ব্লগে এক এক চেহেরা - সেটা সত্য।
ধনয়বাদ প্রামানিক ভাই ,

শুভেচ্ছা নেবেন।

৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:২৬

প্রামানিক বলেছেন: সব ব্লগে এক চেহারা চাই।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:২১

এম এ কাশেম বলেছেন: ঠিক আছে ,
তবে তাই করবো,

ধন্যবাদ প্রামানিক ভাই,

শুভেচ্ছা নেবেন।

৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:২৮

প্রেতরাজ বলেছেন: ভাল লাগল

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৫

এম এ কাশেম বলেছেন:
ভাল লেগেছে জেনে ধন্য হলাম,

শুভেচ্ছা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.