নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...
সোনার হরিণ রূপার আসন
লোকে কয় রাজ সিংহাসন
প্রজার পয়সায় বিলাসী ভোজন
চমৎকার সব আয়েশী আয়োজন,
পরের ধনে পোদ্দারী
জাতির সাথে গাদ্দারী
এমনই আয়েশ আরাম
কুসুম কোমল গরম
একবার বসলে ইচ্ছে করে না উঠতে
পোষা কিছু কুকুর থাকে পা দু'টো চাটতে,
বাপের দাদার কেনা তালুকদারী
যাবে কোথায় বলো এই সব ছাড়ি?
আরামটা ও খুব পরম
টগবগে বেশ নরম গরম
তাপবাহী পায়ু পথে
সুরসুরি সুখের রথে
বাস্প হয়ে গ্যাস জমে পেটে
তাপে বর্জ্য ফুটে মাথায় উঠে
উদ্বায়ী বাতাস ঢেঁকুর তোলে
মাতালের মাথা যায় খোলে
হাবুল তাবুল বিচিত্র আওয়াজে
কিংবা মাতালের মতো সং সেজে
দুর্গন্ধময় বমির প্রলেপে
রক্তে রাঙা লাল মানচিত্রে
একবিংশ শতাব্দীর নষ্ট কবি
মনের মতোন করি যতন
আঁকেন এমন এক হিংস্র প্রানীর ছবি
অবিকল নিজের মতন।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৮
এম এ কাশেম বলেছেন:
ধন্যবাদ শায়মা
শুভেচ্ছা। নেবেন।
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৯
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার কাব্য ।
++
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৮
এম এ কাশেম বলেছেন:
ধন্যবাদ কলমের কালি শেষ
শুভেচ্ছা। নেবেন।
©somewhere in net ltd.
১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৮
শায়মা বলেছেন: সুন্দর কাব্য!