নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...
.
লাস্যময়ী কিশোরীর ঠোঁটের মতোন
এক খানি রূপালী চাঁদ উঠে গগনে
স্নিগ্ধ আলোয় জুড়ায় মনের উঠোন
চেয়ে থাকি এক দৃষ্টিতে মুগ্ধ নয়নে;
চন্দ্র আলোয় পিপাসিত কাতর মন
তক্কে থাকি দেখা হবে কখন স্বপনে
আকাশে যুবতী চাঁদ রূপের বসন
কানে কানে কব মনের কথা গোপনে;
.
কি জানি কোথা হতে মেঘের দস্যু এসে
চন্দ্র হরি লুকায় জলধির আড়ালে
বিনিদ্র নিশি মোর চোখের জলে ভাসে
ব্যাথায় ভস্ম হৃদয় বিরহ অনলে ;
ছায়াটুকু রয়ে যায় পৃথিবীর ‘পরে
চন্দ্রালোয় ভেসে একদিন যাব ঝরে।
.
______________________________
০২ রা মার্চ, ২০১৫ দুপুর ২:০৯
এম এ কাশেম বলেছেন: কল্পণার চোখে দেখে নেয়ার জন্য
ধন্যবাদ প্রিয় পাঠক।
২| ০২ রা মার্চ, ২০১৫ দুপুর ১:৫৬
রাফা বলেছেন: যদি এক কথায় বলি তাহোলে বলতেই হয় "কঠিন"
০২ রা মার্চ, ২০১৫ দুপুর ২:১১
এম এ কাশেম বলেছেন:
হ্যাঁ ভাই ঠিকই বলেছেন
জলের মতোন কঠিন।
শুভেচ্ছা নেবেন।
©somewhere in net ltd.
১| ০২ রা মার্চ, ২০১৫ দুপুর ১:৫৫
এম এম করিম বলেছেন: দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠলো।