নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...
- শুনছো গো
-বলো
– কলেজে আজ এক শিক্ষা অফিসার এসেছিল
– তাতে কি
– কিছু না , তারপর ও তোমাকে বললাম আর কি
– ঠিক আছে , বলো কি হয়েছে শুনি, তোমাকে আবার প্রেম -ট্রেম
নিবেদন করে বসেনি তো ?
– ঐ শুরু হয়েছে তোমার কথার প্যাচাল ………
– আচ্ছা, বাদ দাও, কি বলতে চেয়েছিলে বলো
– থাক , আর বলবো না
– থাকবে কেন? বলতে যখন চেয়েছিলে তখন বলেই ফেলো
– না বললে?
- পেটের ভাত হজম হবে না তোমার
- তাতে তোমার কি?
- তাতে আমার কোনো সমাস্যা নেই, তবে......
- তবে কি?
– তবে কিছু না , সন্দেহ বলে একটা জিনিষ আছে না?
– তুমি তাহলে এখন ও আমাকে সন্দেহ করো
– হ্যাঁ , করি
– কেন করো
– কারণ তুমি যে সুন্দরী
– সুন্দরী হলে কি সন্দেহ করতে হবে?
– হ্যাঁ
– কেন
– কারণ সবাই যে সুন্দরীদের প্রেমে পরে
– আমি না পরলেই তো হলো
– তুমি যে পরবে না তার নিশ্চয়তা কি?
– কোন কিছুরই তো নিশ্চয়তা নাই
– আচ্ছা , বাদ দাও, কি বলতে চেয়েছিলে যেন
– থাক আর বলতে ইচ্ছে করছে না
– তাহলে কাঁটাটা রেখে দেবে
– কিসের কাঁটা ?
– সন্দেহের
– শুন আমি জানি তোমার এই সন্দেহটা জীবনে ও যাবে না, তবু বলি
আহামরি তেমন কিছু না, কার কাছে নাকি জানতে চেয়েছিলো
আমি ম্যারিড কি না। এবার হলো তো ? নাকি এখন ও সন্দেহের কাঁটা
বিধেঁ আছে গলায়?
– হ্যাঁ।
– কেন
– হারানোর ভয়ে
– তোমার এই ভয়টা কভে যাবে বল তো
– যতদিন তোমায় ভালবাসি গো
– তাহলে তোমার এই ভয় চিরকাল থাক ওগো
বলে চোখের পলকে সোহাগের ঝড় তোলে
গাঢ় আলিঙ্গনে জড়িয়ে
বুকে মাথা গুঁজে
ঠোট বাড়িয়ে দিলে-
আমি ও চুক চুক করে
টিয়া পাখীর মতো
কটা চুমু খেলুম
তোমার রসালো ঠোটে ।
____________________________________________________
…………………………………………………………
০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৫০
এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ ,
টাইপিং এরর,
শুভেচ্ছা নেবেন।
২| ০৭ ই মার্চ, ২০১৫ সকাল ৭:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: দারুন প্রেমের খুনসুটি
০৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:১১
এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই
শুভেচ্ছা নেবেন।
©somewhere in net ltd.
১| ০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৪৫
নিষ্কর্মা বলেছেন: ভাত হজমের স্থান পেট, পেঠ নয়!