নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

নষ্ট ছেলের কষ্ট কাব্য

১০ ই মার্চ, ২০১৫ রাত ৮:৫৫





কেন বলো বারে বারে সাধতে যাবো

অবহেলায় উপেক্ষাতে কষ্ট পাবো

কষ্ট পেয়ে নষ্ট হবো

অপমানে দগ্ধ হবো ,

কে বলেছে আবার তোমায় সাধতে যাবো

ভগ্ন হৃদয় নগ্ন প্রণয় মগ্ন হবো

কষ্ট সয়ে অষ্ট প্রহর নষ্ট হবো

নীল বেদনায় পাথর হবো

কষ্ট নীলে নীলা হবো ,

তোমার চোখের অতল জলে হারিয়ে যাবো

তবু তুমি সুখে থেকো

অনেক অনেক ভালো থেকো;



তোমার চোখে - চোখের বালি কেন হবো

স্বস্থি দিতে আড়াল হবো - চলে যাবো

দূর দিগন্তে পাখা মেলে দূরের দেশে - হারিয়ে যাবো;





কেন বলো তোমার পথের কাঁটা হবো

কাঁটা দিয়ে তোলতে কাঁটা

বলির পাঁঠা কেন হবো,

তার চাইতে অনেক ভালো হারিয়ে যাবো

তোমার চোখের আড়াল হবো;



ঈশাণ কোণে কাল বোশেখীর

ব্যাথার কালো মেঘ হবো

চপল হাওয়ার গজল গেয়ে

শাড়ীর আঁচল উড়িয়ে নেবো

চোখের কোণে বিরহ বাণে

ব্যাথার জলে বৃষ্টি হবো

কপোল দু'টো ভিজিয়ে দেবো;



নষ্ট ছেলের কষ্ট আদর

বুঝলে না তো তাহার কদর

হৃদয় তোমার এমন পাথর ,

ব্যাথার দানে কাঁপবে অধর

হারিয়ে তখন গুণবে প্রহর

তখন আমার দূরের সফর;



নষ্ট ছেলের কষ্ট গুলো

হোক না তোমার পথের ধূলো

ধূলো জমে পাথর হলে

পাথর নিয়ে ভাসবো জলে;



ভাসবো জলে, ডুববো জলে

ডুবতে ডুবতে মরন হলে

এসো একবার সাগর কূলে

মনের ব্যাথায় চোখের জলে

ভালবাসার একটি ফুলে

ভাসিয়ে দিও সাগর জলে ।

---------------------------------------------------

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৫ রাত ৯:০৬

অরুণ কুমার মজুমদার বলেছেন: বেশ ভাল লাগলো।হেলাল হাফিজের কবিতার প্রভাব পেলাম।

১০ ই মার্চ, ২০১৫ রাত ১০:৩১

এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ কবি,
যদিও বা আমি হেলাল হাফিজের কবিতার সাথে
খুব একটা পরিচিত নয়, তবু ও অত বড় একজন কবির
প্রভাব এই কবিতা্য পেয়েছেন জেনে ধন্য হলাম জনাব,

শুভেচ্ছা নেবেন।

২| ১০ ই মার্চ, ২০১৫ রাত ১০:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

১১ ই মার্চ, ২০১৫ রাত ১২:৩৬

এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই
শুভেচ্ছা নেবেন।

৩| ১৪ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৫৯

অর্বাচীন পথিক বলেছেন: কষ্ট সয়ে অষ্ট প্রহর নষ্ট হবো
নীল বেদনায় পাথর হবো
কষ্ট নীলে নীলা হবো ...........ভাল লাগলো

১৫ ই মার্চ, ২০১৫ সকাল ৮:১৯

এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ অর্বাচীন পথিক
ভালো লেগেছে জেনে ধন্য হলাম

শুভেচ্ছা নেবেন।

৪| ১৪ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:০৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতায় ভালো লাগা।

১৫ ই মার্চ, ২০১৫ সকাল ৮:১৯

এম এ কাশেম বলেছেন: ভালো লাগায় ভালো থাকা

শুভেচ্ছা নেবেন দিশেহারা রাজপুত্র ।

৫| ১৫ ই মার্চ, ২০১৫ সকাল ৮:২৮

হাইপারসনিক বলেছেন: উত্‍সাহ দিলাম। এগিয়ে যাবেন....

১৫ ই মার্চ, ২০১৫ রাত ১০:১০

এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ উৎসাহ দেয়ার জন্যে...............

শুভেচ্ছা নেবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.