নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...
বল কোন সে ঠিকানায়
পাবো খুঁজে গো তোমায়
হারিয়ে গেলে তুমি
কোন সে অজানায়,
হেথায় খুঁজি হোথায় খুঁজি
চোখের জলে ভাসি
জানিতাম কি তোমায় আমি
এত ভালবাসি,
পদে পদে বুঝি আজি
হারিয়ে তোমায়
ওগো হারিয়ে তোমায়
হারিয়ে গেলে তুমি
কোন সে অজানায়;
.
বুঝিনি তো আগে আমি
তুমি আমার কি
মনের ঘরে তুমি ছিলে
সুর তোলা এক পাখী,
কিচির মিচির গাইতে পাখী
করতে খুনসুটি
হাতটি ধরলে অভিমানী
হতে মনের জুটি,
ছেঁড়ে ছুঁড়ে গেলে চলে
ভুলে গো আমায়
তুমি ভুলে গো আমায়
হারিয়ে গেলে তুমি
কোন সে অজানায়;
.
যে হৃদয়ে সাগর ছিলো
ছিলো জলের ঢেউ
সাগর শুকায় মরু হলো
জানলো না তো কেউ
বিরহতে জ্বলে হৃদয়
কাঁদি নিরালায়
প্রিয়া কাঁদি নিরালায়
চোখের জলে ভাসায় মরু
খুঁজি গো তোমায়
হারিয়ে গেলে তুমি
কোন সে অজানায় ;
.
সুখের স্মৃতি দুঃখের প্রীতি
কাঁদায় দিনে রাতে
জোড় হারা কোকিল যেমন
ফুলের বসন্তে,
গাইতে গেলে কান্না আসে
চোখের জলে ভাসি
প্রিয়া চোখের জলে ভাসি
ছিঁড়তে চাইলে মনের বাঁধন
শক্ত করে ফাঁসি,
ভালবাসার ফাঁদে ফেলে
নিজে গেলে চলে
আসিবে না ফিরে জানি
অভিমানের ছলে,
জেনে শুনে তবু আমি
খুঁজি গো তোমায়
প্রিয়া খুঁজি গো তোমায়
হারিয়ে গেলে তুমি
কোন সে অজানায়;
.
বল কোন সে ঠিকানায়
পাবো খুঁজে গো তোমায়
হারিয়ে গেলে তুমি
কোন সে অজানায়
প্রিয়া কোন সে অজানায়।
০১ লা এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪৬
এম এ কাশেম বলেছেন:
ধন্যবাদ এহসান ভাই
ভাল লেগেছে জেেনে ধন্য হলাম;
শুভেচ্ছা সতত।
২| ০২ রা এপ্রিল, ২০১৫ দুপুর ১:২৮
প্রামানিক বলেছেন: চমৎকার, এমন ছবি পাইলেন কই?
০২ রা এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫০
এম এ কাশেম বলেছেন: ছবি যে নিজে তুলি
ধন্যবাদ প্রমানিক ভাই,
শুভেচ্ছা সতত।
৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ সকাল ১১:০৬
অর্বাচীন পথিক বলেছেন: চমৎকার কবিতা
আর সাথে ছবিটা ও সেই রকম
আমি ছবি সহ কবিতা পড়ে হুবড়ি খাচ্ছি
০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:০৫
এম এ কাশেম বলেছেন:
ধন্যবাদ অর্বাচীন পথিক
শুভেচ্ছা নেবেন।
৪| ১২ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৫০
রুবাইয়াত নেওয়াজ বলেছেন: ভাই খুব সুন্দর হইছে। গান করা যাবে।
১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫০
এম এ কাশেম বলেছেন:
আমি তো গায়ক না , গাইতে ও জানি না,
তবে গানের ঢঙে লিখেছি।
শুভ কামানা রু।
©somewhere in net ltd.
১| ০১ লা এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪১
এহসান সাবির বলেছেন: কবিতায় ভালো লাগা।
ছবিটাও দারুন।