নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...
(১)
ছাগলের দড়ি পাগলের হাতে
পাগল নাচে বানরের সাথে
লাই পেয়ে যে বাঁদর মাথায় উঠে
দিন দুপুরে ইজ্জত লুটে।
(২)
পাগল মাঝির নাইয়ে আজি
ছাগলে বাহে দাঁড়
বেহায়া বিবেক উজান বাহে
বানরের কাছে হার।
(৩)
দিন দুপুরে বস্র-হরণ
দেখলো সবে চেয়ে
চুপ্ চুপ্ চুপ চুপ্! - হয়নি কিছু
উঠলো কজন গেয়ে।
(৪)
কানারা জানি দেখে না
সমাজের আয়না
বুদ্ধি প্রতিবন্ধি বেশ্যা
আসল গান গায় না।
(৫)
মেলা বুঝি ছেলে খেলা
মিটানো যায় অঙ্গ জ্বালা
বরণ ডালার ছলা কলা
বাঁদরের হাতে কান মলা।
১৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৩৯
এম এ কাশেম বলেছেন: সবাই বুঝি কানা?
শুভেচ্ছা ঢাকাবাসী।
২| ১৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:১৭
অব্যক্ত স্লোগান বলেছেন: ভালো লাগলো!
লিঙ্ক টা পড়তে অনুরোধ জানাচ্ছি।
ধন্যবাদ।
১৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৩৯
এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ ,
পড়েছি,
শুভেচ্ছা।
৩| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৩১
অর্বাচীন পথিক বলেছেন: কি বলবো বুঝতে পারছি না
ভাল হয়েছে ছড়া গুলো
২১ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:০০
এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ
আমারা বললে ও কিছু যায় আসে না।
শুভেচ্ছা নেবেন।
©somewhere in net ltd.
১| ১৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:০০
ঢাকাবাসী বলেছেন: রাজা দেখে রানী দেখে আর দেখে কোতোয়াল
সবাই মিলে বলে আরে হয়নিকো কোনো গোলমাল!