নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...
(১)
চোখ থাকতে যে জন সাজে অ-সভ্য কানা
কানা বলতে তারে কিন্তু আইনে মানা
ঘটেছে যা সকলের দেখা- জানা- শুনা
যা দেখেছ, যা শুনেছ - সবই রটনা
জানের মায়া- প্রানের ভয় কে যে করে না
ভাসুরের নাম - কেউ তাই মুখে আনে না ।
(২)
হাজার মানুষ সাজলো কানা
ক্যামরা গুলো না
সভ্য মানুষ সাজলো প্যাঁচা
লজ্জা করলো না
ছবি দেখে রবি ডোবে
সন্ধ্যা হলো না।
(৩)
অসির চেয়ে মসি বড়
একটা সময় ছিলো
যুগ পাল্টেছে অসি যে তাই
মসির জায়গা নিলো
ব্যালট বুলেট মিলে মিশে
ভাই বোন হয়ে গেলো।
২৬ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:২০
এম এ কাশেম বলেছেন:
বলেছেন: মহামান্য ***মহারাজ***
মাফ চাই
রাজা মহারাজাদের ভয় পাই,
খোঁচা মারার মতো দুঃসাহস আমার নাই।
আমি অতিশয় ভীতু এক প্রানী
কারো সাতে পাঁছে নাই।
শোকরান।
২| ২৭ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫২
অর্বাচীন পথিক বলেছেন: আর পারলাম না
২৮ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:২৩
এম এ কাশেম বলেছেন:
আমিও পারিনি
তাই অক্ষমের অক্ষম বিলাসিতা।
শুভ কামনা।
©somewhere in net ltd.
১| ২৬ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩১
***মহারাজ*** বলেছেন: হা হা হা ভাই কবিতায় জব্বর একটা খোঁচা মেরেছেন অন্ধদেরকে সে জন্য ধন্যবাদ ।