নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...
আমবস্যা রাতকে যারা বলে
ফক ফকে জ্যোৎস্না মাখা চান্নিপ্রহর
তাদের কি বলবো বলো-
জন্মান্ধ কানা
এক চোখে আয়না
চাটে পা ঘটে যা
নাকি দিনের আলোতে কানা
অন্ধকারের হুতোম প্যাঁচা?
প্যাঁচাদের নাচ দেখে উজান বায় মাছ
নগরে নটির নাচ
বছরে বারোমাস
বেশ্যার হাতে মরে আজ
সোনার ডিম পাড়া অমূল্য রাজ হাঁস;
রাজ হাঁসে রাজ ভোজন
সারবে তারা তিন জন
গন্যমান্য আরো কয়জন
মিছে রানীর কলঙ্ক বদন
তন্ত্র মন্ত্রের চরম অধঃপতন;
জনতার কপালেই শুধু
লিখা হয় সাড়ে সর্বনাশ
খড় খড়ে শুকনো ঘাস
অথবা গলায় মরনের ফাঁস।
২৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩৬
এম এ কাশেম বলেছেন:
ভাল লেগেছে জেনে ধন্য হলাম
শুভেচ্ছা ।
২| ৩০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪২
হাসান বিন নজরুল বলেছেন: জনতা না হয়ে ধান্দাবাজ নেতা হওয়াই উত্তম
৩০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:২০
এম এ কাশেম বলেছেন:
চলুন তবে
নেতার খাতায় নাম লেখায়।
শুভেচ্ছা।
৩| ০৯ ই মে, ২০১৫ সকাল ১১:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: জনতার কপালেই শুধু
লিখা হয় সাড়ে সর্বনাশ
খড় খড়ে শুকনো ঘাস
অথবা গলায় মরনের ফাঁস।
দারুন বলেছেন ।
১০ ই মে, ২০১৫ সকাল ১০:২০
এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই,
কেমন আছেন?
শুভেচ্ছা সতত।
©somewhere in net ltd.
১| ২৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:২৩
আবু মুছা আল আজাদ বলেছেন: ভাল লাগল