নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...
১.
আষাঢ় শ্রাবনে বরষা বাদলে
নিপাট মূদ্রার ঝড় তোলে
নাচো রিমঝিম সুর মাদলে ।
.
.
২.
বরষার আকাশে জল মেঘ ভাসে
কদমের শাখে ফুলে ফুলে হাসে
লাজে সেজে সখী অনুরাগে ফাঁসে ।
.
.
৩.
রিম ঝিমঝিম বরষার সুর বিথানে
বিরহী চাতক ডাকে আহা দূরের বনে
ভালবেসে ফুল ভাসায় জলের বানে ।
.
.
৪.
আষাঢ়ে মেঘ ডাকে ঐ উত্তর পাহাড়ে
ভাটির হালদা ভাসে বানের তোড়ে
এই কূল ভেঙ্গে হালদা ঐ কূল গড়ে ।
.
.
৫.
রিমঝিম বরষার বারিধারা জলের তরল সুরে
এক খানি মুখ ঢেউ তোলে হৃদয় সরোবরে
স্মৃতি সিক্ত কাতর দু'টো আঁখি- লোনা জল ঝরে ।
.
.
৬.
আষাঢ়ে আকাশ ডাকে
কদম নাচে শাখে
হালদা নদীর বাঁকে ।
===================================
০২ রা আগস্ট, ২০১৫ ভোর ৪:০০
এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ,
শুভেচ্ছা জানবেন।
©somewhere in net ltd.
১| ০১ লা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২১
সুমন কর বলেছেন: সুন্দর। প্লাস।