নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

রমণের আগে রমণী চাহে

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩২



রমণের আগে রমণী চায় হৃদয়
হাতের পাঁচ একখানা আহা
পাঁজরের নিরাপদ বেষ্টনীর ভেতর
আছে যা - রক্তে ভেজা
আমার কুসুম কোমল হৃদয়;
.
সোহাগের ছলে
আমিও গিয়েছি গলে
নিজের বুক নিজ হাতে ফেঁড়ে
সোহাগের তুলতুলে কলিজা ছিঁড়ে
তুলে দিতে গেলে তাহার
সোহাগের নরম হাতে
অবাক রমণী আহা
নির্বাক চোখ দু'টো কপালে তোলে
বাঁকা ঠোঁট দু'টো আরো উল্টে অধিক
অসন্তোষের চরমে উঠে গরম হয়ে বলে -
কি অসভ্যরে বাবা!
কেউ কি কাউকে কোন কিছু
এতটা অবলীলায় অযত্নে অবহেলায় দেয়?
.
দেবে যদি দাও -
শোভিত সভ্যতার সৌজন্য সুন্দরে সাজিয়ে
আদরে সোহাগে সুনিপুণ হাতে
কেটেকুটে টুক্‌রো টুক্‌রো করে
নুনে মরিচে হলুদে
সুগন্ধি মসল্লায় মেখে
সোহাগের নয়ন জলে ধুয়ে
প্রেমের উষ্ণ উত্তাপে রেঁধে,
পারো না কি দিতে
মখমলে রেশমী কাপড় শোভিত ট্রেতে
সোনার চামচ রূপোর চুরি
আর কারুকার্য খচিত স্বর্ণ পাত্রে সাজিয়ে
কামনার রসালো পাতে?
.
সৌজন্যতা কাকে বলে
জানো না বুঝি
নাকি শেখোনি কস্মিনকালে?
.
বিষবাক্য বর্ষে রমণী অতঃপর
হন হন করে উল্ঠো পথে হাঁটে
নির্বাক আমি চেয়ে থাকি শুধু
রমণীর রমণীয় গমন পথের পানে;
.
শরাহত ছেঁড়া হৃদয়খানি
কষ্টে কেঁদে উঠে হয়ে যায় ছলনাকাতর
আমার অজান্তে;
.
রমণী ফেরে না
একটি বার ও চেয়ে দেখে না
ছলনাহত হৃদয়ের যন্ত্রনা দেখে
ছলনাময়ী রমণীরা কখনো ফেরে না
ফেরতে পারে না,
ফেরার পথ বন্ধ করে রমণী
চলে গেছে যে পথে
সে পথ চলে গেছে সোজা
পুরানো ঢাকার টান বাজারে
ওখানে ওরা ভাল ব্যাবসা করে;

.
শরবিদ্ধ পাখির ছটফট যন্ত্রনা কি কভু
নিঠুর শিকারী বুঝে,
বুঝলে কি তবে
যন্ত্রনা কাতর পাখির গলায় চালিয়ে শানিত ছুঁরি
হেসে হেসে ভালবেসে
রক্তে রাঙাতো ছলনার ঐ দু'টি নিষ্ঠুর হাত?
=====================================

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৫

কালের সময় বলেছেন: ভালো লেখছেন চালিয়ে যান ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৭

এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ কালের সময়
শুভেচ্ছা জানবেন।

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৩

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৮

এম এ কাশেম বলেছেন: ভাল লেগেছে জেনে ধন্য করলেন প্রামানিক ভাই
শুভেচ্ছা নেবেন।

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:২৩

রাসেলহাসান বলেছেন: ভালো লিখেছেন।
কেমন আছেন ভাই? :)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৭

এম এ কাশেম বলেছেন: বলেছেন: ধন্যবাদ রাসেলহাসান ভাই।
ভাল আছি,
আপনি কেমন আছেন?

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩১

ভিটামিন সি বলেছেন: দাদা, আপনার পোলার নাম কি সোহাগ নাকি?

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৭

এম এ কাশেম বলেছেন: না,
তবে পোলার মায়ের নাম সোহাগী।

কথার ভাইটামিনে আপ্লুত।
শুভেচ্ছা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.