নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

পথ ও পথিক

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৫



পথ তো পথিকের
পথের জন্যে কিন্তু পথিক নয়
পথ পড়ে থাকে পথের মত
পথিক চলে যায় আপন গন্তব্যে;

পথের বুক জুড়ে পড়ে থাকে শুধু
পথিকের পায়ের পদ ছাপটুকু
স্মৃতির ধুলিবালি কাদামাটি
আর ঘাসের ডগায় বেদনার স্মৃতি;

তবুতো পথ পথের মত থাকে
প্রতিদিন পথিককে পৌঁছে দেয়
পথিকের সঠিক গন্তব্যে,
পথিক পথ ভুলে যেতে পারে
পথ ভুলে না কখনো পথিককে
পথিকের পদভারে মুখরিত হয়ে
পথ হতে পথে
এঁকে বেঁকে ঘুরে
পথ চলে যায় দুয়ারে দুয়ারে
মিশে যায় রাজ পথে;

পথ মালিকের না - পথিকের
জল ও বায়ুর মত
সকল মানুষের;


পথ মরে না
পথিক মরে
যে পথ পথিককে পৌঁছে দেয় ঘরে
সেই পথই পথিককে পৌঁছে দেয়
মাটির গহীন অন্ধকারে ;

পথ বেঁচে থাক তাই পথের মত
সহস্র নতুন পথিকের পদভারে
মুখরিত হোক হাজার বছর ধরে
পথিককে পৌঁছে দিতে দুয়ারে দুয়ারে;

পথিক চলে যায় যাক
পথ পড়ে থাক আপন মহিমায়
পথ চাওয়া পল্লী বধুর
মনের কোণায়।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৪

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৪

এম এ কাশেম বলেছেন: ধনুবাদ প্রামানিক ভাই।
শুভেচছা জানবেন।

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৩

শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লাগলো। :D :D

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৫

এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার কবীর
শুভেচছা জানবেন।

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪০

সুমন কর বলেছেন: ভালো লাগল।

পথিকের পায়ের পদ চাপটুকু < এখানে কি ছাপটুকু হবে?

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৫

এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ সুমন কর
ঠিক করে দিলাম;
শুভেচছা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.