নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

আহারে যন্ত্রনা

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১৭



=========================
.
ঘর থেকে বের করে দিলে বউ
জলার ধারে সাজি উদাস কবি
মনে মনে নিজের অজান্তে আঁকি
সোনালী বৌয়ের রূপালী ছবি।
.
==========================

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:২৬

দর্পণ বলেছেন: হা হা হা ভাই দারুন কবিতা।

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:২৮

এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ দর্পণ
দর্পণে চেহারা দেখুন নিজের।।

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:২৬

দর্পণ বলেছেন: তা ভাই ভাবী আপনেরে বের করে দিসে কেন?
কি করছিলেন?

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩০

এম এ কাশেম বলেছেন: বের করে দিয়েছে জানি
কেন যে দিয়েছে তা জানি না কিন্তু।

নীল ভাই ঝিম ধরে চুপ মেরে আছে
তুলা ভাবী কে ফোন করুন।

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩০

দর্পণ বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ দর্পণ
দর্পণে চেহারা দেখুন নিজের।।

মনে দুঃখ দেন কেন ভাই? আপনার চেহারা সুন্দর বলে মাইনষের চেহারা মনে করায়া দুঃখ দেবেন? দুঃখ পাইলাম।

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৫

এম এ কাশেম বলেছেন: চেহেরাটা এখানে প্রতীকি শুধু
আসলে বলেছি মনের দর্পণে দেখলে হয়তো নিজেই বুঝতে পারবেন কেন বের করে দিয়েছেন ,
যদি অভিজ্ঞতা হয়ে থাকে ।
সব কিছু প্রকাশ্যে প্রশ্ন করলে উত্তর দিই কেমনে?
প্রাইভেসি বলে একটা কথা আছে না?

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৬

দর্পণ বলেছেন: নীলভাই কেডা? লালভাই , নীলভাই কাউরেই তো চিনিনা।

তুলাভাবী?

এ কোন রহস্যের মধ্যে পড়লাম?

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৭

এম এ কাশেম বলেছেন: এখানে ক্লিক করুন
http://ghuriblog.com/বিশেষ-দিবস/শুভজন্মদিনের-অফুরন্ত-শু-2/

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪১

এম এ কাশেম বলেছেন: ছবির লোকটা নীল সাধু
তাহার বৌ তুলা ভাবী
দুই জনই কবি।

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৯

এম এ কাশেম বলেছেন: ghurhiblog.com এ ক্লিকান।

৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৮

আমি মিন্টু বলেছেন: :)

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০২

এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ।

৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫০

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা । সুন্দর ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৩

এম এ কাশেম বলেছেন: তাই নাকি?
ধন্যবাদ।

৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫২

প্রামানিক বলেছেন: এই দুঃখটা কার
নীল সাধু না আপনার?

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৪

এম এ কাশেম বলেছেন: নীলের দুঃখ যে সকল আকাশের।

৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন: উদাস কবি কুর্চি নিয়ে ডুবে খাচ্ছে পানি,
ভাবী তা না জানলেও আমরা সবাই জানি!
কুর্চি নিয়ে সমস্যাটা দিনকে দিন বাড়ে,
হয়তো তাই দু'চার ঘা পড়ছে কবির ঘাড়ে!!

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৯

এম এ কাশেম বলেছেন: ঘরের কথা জানলো কেমনে বাইরে
কুর্চি নিয়ে পূর্তি করে
ডুবে মরে সাগরে
প্রতিহিংসায় জ্বলছে কি ভাই মনের ভিতরে?

১০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

পুনশ্চঃ উদাস কবির জন্মদিনে ফুলেল শুভেচ্ছা

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১০

এম এ কাশেম বলেছেন: শুভেচ্ছাটা কি ফুলেল
নাকি বেলুনেল?

১১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৮

সুমন কর বলেছেন: =p~

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১২

এম এ কাশেম বলেছেন: :-/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.