নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...
===============================
.
দুধ ও খায় মুথ ও খায় - চামড়া দিয়ে জুতো
গো- সন্তানের বলো এ কেমন মাতৃ -পূঁজো
মানব বংশ
করে ধ্বংশ
ধর্মের নামে পশু পূঁজে - কেমন ইশ্বর খোঁজো?
.
===============================
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৩
এম এ কাশেম বলেছেন: ইসলাম কখনো গু-মুথকে পবিত্র কিংবা হালাল বলে নাই
বরং হারাম বলেছে।
আপনাকে ধন্যবাদ।
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩২
দ্বীন মুহাম্মদ সুমন বলেছেন: মামু১৩ @ আমি জানি না আপনার কথা কত টুকু সত্য ... তবে যদি সত্যি তাই হয় তবে এটা মনে রাখা জরুরী ... ধর্ম পালন আর অন্ধের মত ধর্ম পালন এই দু' ইয়ের মাঝে অনেক তফাৎ আছে ... উটের মূত্র বা গো মূত্র পালন কখনওই ধর্মের সাথে না মেলানোই ভালো ... উটের মূত্র পান করার কথা ইসলামের কোথাও লিখা নেই ... কেউ যদি কুসংস্কারে বিশ্বাসী হয়ে এই সব কাজ করে তবে তার দায় ইসলামের নয় শুধুই উক্ত ব্যক্তির ...
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৪
এম এ কাশেম বলেছেন: যথাযথ জবাব দেয়ার জন্য ধন্যবাদ।
শুভেচ্ছা জানবেন।
©somewhere in net ltd.
১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৬
মামু১৩ বলেছেন: হিন্দুরা যেমন গোমূত্রকে পবিত্র মনে করে, আরবের মুসলীমরা উটের মূত্রকেও পবিত্র মনে করে ঔষধী হিসাবে সেবন করে।