নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...
=======================
তুমি যে পুরুষ
ঝাড়া গা, ঝড়া পালক
রাজ হংসের মতো .........
.
.
জলের তরলে তরঙ্গ দোলে
কলঙ্ক সরোবরে
দোলে দোলে দোলে
মনের সুখে সাঁতার কেটে
তৃপ্তির আহ্লাদে আহা
সুখ স্নান সেরে
কূলে উঠে পাখা মেলে
ঝাড়া দিলে গা,
পাপ কিংবা জল
ফোটা ফোটা ঝড়ে
অথবা বাস্প হয়ে
বাতাসের পিঠে বাতাস
উড়ে যায় নীলিমার নীলে;
.
.
নারীর গায়েই শুধু লেগে থাকে আহা
সুর্য পুরুষের উষ্ণ ভালবাসা
আজন্ম কলঙ্ক দাগ চাঁদের গায়।
========================
০৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৯
এম এ কাশেম বলেছেন: আপনাকে ও ধন্যবাদ প্রামানিক ভাই,
শুভেচছা জানবেন।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪২
প্রামানিক বলেছেন: নারীর গায়েই শুধু লেগে থাকে আহা
সুর্য পুরুষের উষ্ণ ভালবাসা
আজন্ম কলঙ্ক দাগ চাঁদের গায়।
চমৎকার কাব্য কথামালা। ধন্যবাদ।