নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...
.
.
হলুদ ফুলের সর্ষে গাছে
তোমার চোখে সূর্য নাচে
কামুক সাপের ক্ষুব্ধ ফনা
বিষের বাটি হিরক কণা
উল্ঠে দিলে মুক্তো দানা
কণ্ঠে পরলে খাটি সোনা
দেহ মনের লেনাদেনা
মাটির গর্তে শস্য বোনা;
মেঘের 'পরে চাঁদ হাসে
কে যে কারে ভালবাসে
আধাঁর রাতে বাদুড় আসে
লক্ষ্মী পেঁচা প্যাচাল হাসে
রাত পোহালে সূর্য উঠে
খাঁচার পাখী বনে ছুটে
সর্ষে ফুলে প্রজাপতি
পায় যে খুঁজে অমরাবতী;
অমরাবতীর গাছে গাছে
সুর তোলে যে আলো নাচে
আলোর নাচে পেখম মেলে
মন ময়ূরী মন খেলে
রাগ-অনুরাগ, অভিমান
প্যাঁচার কণ্ঠে প্রেমের গান
মরা নদীর উজান গাঙ্গে
চাদেঁর হাসি বাঁধ ভাঙ্গে
সর্প-মণি তোমার হাতে
তোলে দেবো বাসর রাতে;
বিষের পেয়ালায় বিষ ঢেলে
সর্প যদি সুখ খোঁজে
সুখ দিও গো ভোগ পেলে
দেনা-পাওনার হিসেব বোঝে
পরিমাণে মধু ঢেলে
হিসেব করে বিষ খেলে
বিষ হয়ে যায় অমৃত
ভালবাসায় পরিণত;
তাই বলি কি শোন সোহাগী
ভালবাসার অনুরাগী
বিষ হরি হও বিষকন্যা
ভালবাসার ঝরণা।
০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ১:০৭
এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই।
শুভেচ্ছা জানবেন।
২| ০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ২:৫৫
ডঃ এম এ আলী বলেছেন: অমরাবতীর গাছে গাছে
সুর তোলে যে আলো নাচে
আলোর নাচে পেখম মেলে
মন ময়ূরী মন খেলে
রাগ-অনুরাগ, অভিমান
প্যাঁচার কণ্ঠে প্রেমের গান
মরা নদীর উজান গাঙ্গে
চাদেঁর হাসি বাঁধ ভাঙ্গে
সর্প-মণি তোমার হাতে
তোলে দেবো বাসর রাতে
অসাধারণ ছন্দময় কবিতা
০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:০৩
এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ
শুভেচ্ছা জানবেন।
৩| ০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:০৪
বিজন রয় বলেছেন: অমরাবতী আমার একটি অতি প্রিয় শব্দ।
অনেক ভাল একটি কবিতা।
০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭
এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ জানবেন।
৪| ০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:২৩
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ
০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮
এম এ কাশেম বলেছেন: পাশে আছেন দেখে ভাল লাগলো।
৫| ০৫ ই জুন, ২০১৬ রাত ১২:১০
হাসান মাহবুব বলেছেন: ভালো হৈছে।
০৯ ই জুন, ২০১৬ সকাল ৭:৩৪
এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ,
শুভেচ্ছা জানবেন।
৬| ০৫ ই জুন, ২০১৬ বিকাল ৫:০৮
মামুন ইসলাম বলেছেন: চমৎকার লেখনীয় । কবিতায়+++
০৯ ই জুন, ২০১৬ সকাল ৭:৩১
এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ মামুন ইসলাম,
শুভেচ্ছা জানবেন।
৭| ২৮ শে জুন, ২০১৬ সকাল ১১:০৯
কল্লোল পথিক বলেছেন:
বেশ ছন্দময় কবিতা।
ভালো লেগেছে।
২৮ শে জুন, ২০১৬ দুপুর ২:৪১
এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ কবি।
শুভেচ্ছা জানবে.
৮| ০৫ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩২
শায়মা বলেছেন: ভয় ভয় কাব্য!
০৮ ই জুলাই, ২০১৬ সকাল ৮:০৮
এম এ কাশেম বলেছেন: ভয়ের মাঝে রোমাঞ্চ ও থাকে।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ১২:৪৪
প্রামানিক বলেছেন: ভালো লাগল।