নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...
পায়ে পায়েল বাজে
লালে আলতা সাজে
পেখম মেলে ময়ুর নাচে
মনের মাঝে
পায়ে পায়েল বাজে............
জলের গায়ে ভাঙ্গা নায়ে
বংশী বাজায় কে
ঘুম ভাঙ্গে যে সুরের গাঙ্গে
মরার কোকিল ডাকে,
জ্বলে আগুন ফাগুন বনে
সবুজ অবুঝ মনে
মন যে আমার নাচে আহা
নাচে সুরের সনে,
মন উচাঠন দেহের ভাঁজে
রঙ্গিলা মন সাজে
পায়ে পায়েল বাজে..........
পরান কাড়া সুর লহড়ী
আবীর রাঙ্গা সাঁঝে
ঝুমুর ঝুমুর নুপুর বাজে
সুরের কারুকাজে,
সুর যে আমায় পাগল করে
নাচি তালে তালে
নাচায় মোরে কোন সে বাদক
সুরের মোহজালে,
সুর তোলেছে ষড় রাগে
পোঁড়া দেহের মাঝে,
গেলে কোথায় পাবো তারে
দাওনাআমায় খুঁজে
পেলে কাছে দেব তারে
পোড়া মনের প্রেম যে
পায়ে পায়েল বাজে..........।
১৬ ই জুলাই, ২০১৬ রাত ১:৪৩
এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ,
শুভেচ্ছা জানবেন।
২| ১৫ ই জুলাই, ২০১৬ রাত ৯:৩৪
ইমরান আল হাদী বলেছেন: গীতি কবিতার আবেদন আমার কাছে সব সময়ই একটু বেশি
ভাল লিখেছেন। অভিন্দন
১৬ ই জুলাই, ২০১৬ রাত ১:৪৩
এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ,
শুভেচ্ছা জানবেন।
৩| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১:৪৯
কল্লোল পথিক বলেছেন:
চমৎকার হয়েছে।
১৬ ই জুলাই, ২০১৬ রাত ১:৫২
এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ পথিক ভাই,
শুভেচ্ছা জানবেন।
৪| ১৭ ই জুলাই, ২০১৬ রাত ১২:১৯
হাসান মাহবুব বলেছেন: দারুণ। সুর বসেছে?
১৮ ই জুলাই, ২০১৬ সকাল ১১:১৫
এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ,
নারে ভাই , আমি গাইতে পারি না।
©somewhere in net ltd.
১| ১৫ ই জুলাই, ২০১৬ রাত ৯:২৭
বিলিয়ার রহমান বলেছেন: অসাধারণ লেখনি, শুভ কামনা রইলো।