নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...
মাথার ঘাম পায়ে ফেলে
রক্ত মাংস পানি করে
মানব শিশু মানুষ গড়ে
চলে গেলো যারা প্রভু
তোমার কাছে ঐ পাড়ে
রহম করো তাদের প্রভু
রহম করোরে.....
প্রভু রহম করো রে.....
মাথার 'পরে স্নেহেরধারা
আমার পিতামাতা তারা
আল্লাহুম্মা রাব্বির হামহুমা
কামা রাব্বাইয়ানি সাগিরা;
কাঁদলে একটু নিতো তোলে
মা জননী কোলে
শ্রমে কাতর ঘুমের পিতা
উঠতো হঠাৎ জেগে
কাঁদে কেন তোমার ছেলে
বলতো মাকে ডেকে
তাড়াতাড়ি নাও না কোলে
খোকা যে কাঁদে
দেখো খোকা যে কাঁদে..........
মা জননী কোলে নিয়ে
দুধের ধারা মুখে দিয়ে
ঘুমপাড়ানী গানের সুরে
ঘুম পাড়াত রে.........
আমায় ঘুম পাড়াত রে.............
হারিয়ে তাদের স্নেহধারা
হলাম আজি কূল যে হারা
হলাম দিশেহারা
প্রভু হলাম দিশেহারা
আল্লাহুম্মা রাব্বির হামহুমা
কামা রাব্বাইয়ানি সাগিরা।
একটু উহু করার আগে
টের পেত যে মা
বাহিরে পাথর ভেতরে কাদা
চোখ রাঙাত বাবা
তোমার ছেলে মানুষ হবে
বলো আমায় কভে
লাই দিয়ো না অত বেশী
নষ্ট হয়ে যাবে;
হাসি মুখে মা বলিত
ভেবো না গো তুমি অত
আল্লাহ চাইলে মানুষ হবে
দেখে নিও তবে
দেখে নেওয়ার আগে বাবা
গেলেন পর পাড়ে
মানুষ করতে মা যে আমার
কত কষ্ট করে;
মানুষ নামের সনদ নিয়ে
এলাম যখন ঘরে
তোমার ডাকে মা যে প্রভু
গেলেন আমায় ছেড়ে
বুকের মাঝে কষ্ট কত
রহমতের আশায় তত
দিলাম তোলে দু'হাত প্রভু
এতিম আমি পিতা-মাতা হারা
আল্লাহুম্মা রাব্বির হামহুমা
কামা রাব্বাইয়ানি ছাগিরা।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩৩
এম এ কাশেম বলেছেন: Thanks.
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫০
সামিউল ইসলাম বাবু বলেছেন:
কিছু মনে করবেননা, ২টা বানান ভুল অাছে।
হৃদয়ে নাড়া দিলো।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৪৪
এম এ কাশেম বলেছেন: না কিছু মনে করেনি, কিন্তু কোন দু'টি?
দেখে নেবো।
শুভেচ্ছা জানবেন।
৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৩
প্রামানিক বলেছেন: অনেক ভালো লাগল। ধন্যবাদ
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৩০
এম এ কাশেম বলেছেন: ভাল লেগেছে জেনে ধন্য হলাম।
শুভেচ্ছা জানবেন প্রামানিক ভাই।
©somewhere in net ltd.
১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:০০
আনিসা নাসরীন বলেছেন: খুব ভালো