নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...
হেমন্তের মাঠে মাঠে দোলে হলুদ সোনা
সুখের পরশে কৃষাণের মুখে হাসি ফুঁটে
বুকে টেনে চুমে কৃষাণীর পান রাঙা ঠোঁটে
নিবিড় মনে লেনাদেনা ভালবাসা বোনা;
সারা গ্রাম মুখরিত ফসল তোলার গানে
সহজে সকলে নবান্নের উৎসবে মাতে
পটের রানী সাজে কৃষানী নিপাঠ শাড়ীতে
সুখ খোঁজে কৃষান-বুকে ঠোঁট ফোলা অভিমানে;
কষ্টের ফসল - সোনার ধানে ভরেছে গোলা
সদ্য রাতের মধ্য পুকুরে ঘাঁই তোলে রুহিত
হৃদয়ে নাচে সুরভিত সোহাগ সঙ্গীত
তবু তো কোথায় মনের কোণায় সুতীব্র জ্বালা,
ধনে ধান্যে কি হবে ওগো - কৃষানী শুধায়
চুমে বলে কৃষান - এসো প্রেমের ফসল ফলায়।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:০৯
এম এ কাশেম বলেছেন: ভালো লেগেচে জেনে ধন্য হলাম;
শুভেচ্ছা জানবেন।
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২১
ভ্রমরের ডানা বলেছেন: চোদ্দ অক্ষরের হয় নাই তবে ভাব ভাল লাগছে!
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৯
এম এ কাশেম বলেছেন: Okkar noi, Matra gunben
Matra ki shikhe neben।
Very interesting।
Thank you।
৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১৬
ভ্রমরের ডানা বলেছেন: চতুর্দশপদী (Sonnet) হল এক ধরনের কবিতা যার প্রথম উদ্ভব হয় মধ্যযুগে ইতালিতে । এর বৈশিষ্ট হল যে এই কবিতাগুলো ১৪টি চরণে সংগঠিত চতুর্দশপদী (Sonnet) হল এক ধরনের কবিতা যার প্রথম উদ্ভব হয় মধ্যযুগে ইতালিতে । এর বৈশিষ্ট হল যে এই কবিতাগুলো ১৪টি চরণে সংগঠিত এবং প্রতিটি চরণে সাধারণভাবে মোট ১৪টি করে অক্ষর থাকবে।
লেখাট উইকিপিডিয়া থেকে নেওয়া। এবার আশা করি ছবক দিতে আসবেন না!
নিজে করি ভুল
অন্যরে নিয়া মশগুল!
ধন্যবাদ! হা হা ্
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:২৪
এম এ কাশেম বলেছেন: যান - আপনিই বিজয়ী,
আমি পরাজিত!
ঊইকিপিডিয়ার দেড় লাইনের সনেটের সংজ্ঞার ঊপ্রে কি আর কোন কথা বলা যায়?
তাছাড়া ছবক দেয়ার মত সময় বা মানসিকতা কোনটায় আমার নাই।
উলুবনে মুক্তা ছড়িয়েই বা কি লাভ?
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:০২
মো:সাব্বির হোসাইন বলেছেন: খুব সুন্দর হয়েছে। ভালো লেগেছে।