নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...
একাত্তরে রক্তক্ষয়ী নয় মাস যুদ্ধ করে
লক্ষ প্রানের আত্মত্যাগে
লক্ষ বোনের ইজ্জতের বিনিময়ে
ছব্বিশ বছরের দাসত্বের শৃংখল ছিন্ন করে
একটি স্বাধীন মানচিত্র আর
একটি লাল সবুজ পতাকা নিয়ে
যার পেট থেকে মুক্তি পেয়েছি -
তার নাম - " বুভুক্ষু বোয়াল" ;
তবে তা অতীত পরিহাস
আর এখন এক ইতিহাস;
যে এখন -
পানিতে ডুবিয়ে মারে বর্ষায়
শুকিয়ে মারে খরায়
কাটা তারে ঘিরে
গুলি করে মারে
স্বপ্নের মূলা নাসাঘ্রে ঝুলিয়ে
সব কিছু নিয়ে যায় ফুসলিয়ে
চাণক্য বুদ্ধি মাথায়
সীমান্ত গিলে খায়,
গিলে খায় আমাদের শিল্প সাংস্কৃতি
জল স্থল পাহাড় জঙ্গল সুন্দরবন
আর আমাদের কচি কাচা মগজ;
কাঁটা দিয়ে কাঁটা তোলে
সদাশয় বন্ধু সাজে
আর এমন বন্ধু থাকলে তবে
শত্রুর দরকার হয় কি কারো কভে?
বিছিয়ে রেখেছ বন্ধু জাল
গুনছে হাতে সুযোগের কাল
মীর জাফরের দল আর লেন্দুপ দর্জি
বুঝি না তাহাদের মন মর্জি ,
চেতনার ট্যাবলেট খেয়ে
নির্বোধের মতো আমরা ও ঘুমিয়ে আছি
এমন বন্ধুর হাত থেকে তবে কেমনে বাঁচি?
বড্ড লোভনীয় গাঙ্গেয় এই সবুজ বদ্বীপ
রক্তাক্ত মানচিত্র আর লাল সবুজ পতাকা,
বড় বেশী সুস্বাদু দালাল মীর জাফর
আর রায় দুর্লবের উষ্ণ রক্ত,
মুখরা ঘসেটি বেগম ও
বাড়িয়ে রেখেছে দুই পা;
কুন্ডুলি পাকিয়ে আদরের কোলে নিয়ে
শু্য়ে আছে যে অতি লোভী
ধূর্ত বন্য হিংস্র সরীসৃপ
জেনে রেখো নাম তার - " রাক্ষুসী অজগর" ;
চেতনার খেলা তো খেলছি অনেক
যথা সময়ে চেতনা যদি না চেতে
কাশ্মীরের মতো তবে রক্তাক্ত হতে পারে
সবুজ এই জনপদ হাজার বছর,
হারিয়ে যাবে হয়তো হায়দ্রাবাদের মতো
জুনাগড়ের মতো হবে ইতিহাস
সিকিমের মতো বিপর্যয়
নেমে আসবে জেনো সুনিশ্চয়,
এবং জেনে রেখো
ইহাই আজকের রূঢ় বাস্তবতা!
২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৮
এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ ভাই
কলমের সাথে বিবেকের সমন্বয় হোক।
শুভেচ্ছা জানবেন।
©somewhere in net ltd.
১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২০
নেক্সাস বলেছেন: আমরা কি আসলে স্বাধীন?
আমাদের স্বাধীন্তা কোথায়?
চেতনার খেলা তো খেলছি অনেক
যথা সময়ে চেতনা যদি না চেতে
কাশ্মীরের মতো তবে রক্তাক্ত হতে পারে
সবুজ এই জনপদ হাজার বছর,
হারিয়ে যাবে হয়তো হায়দ্রাবাদের মতো
জুনাগড়ের মতো হবে ইতিহাস
সিকিমের মতো বিপর্যয়
নেমে আসবে জেনো সুনিশ্চয়,
দারুন লিখেছেন। কলম জাগ্রত থাকুক।