নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

ত্রয়ী : অর্থহীন অর্থ

০১ লা অক্টোবর, ২০১৬ রাত ৯:৪৩



১. গুম

গুম মানে ঘুমিয়ে রাখা
পথের কাঁটা সরিয়ে রাখা
রাজ সুখ যেন কপালে লিখা!

২। খুন

গায়ে বুঝি তেল বেড়েছে বহু গুণ
কে বলেছে এই রাজ্যে সস্তা হলো নুন
তার চাইতে সস্তা জেনো রাজ হুকুমে খুন।

৩। ধর্ষন


ঠেকাতে না পারো তো উপভোগ করো বারো মাস
উপভোগ করতে করতে চলছে এখন সাড়ে সাত মাস
আপেক্ষায় আছি কভে হবে তবে - "চরম সর্বনাশ"?


৪. ক্রস ফায়ার

টুশ টাশ গোলাগুলির শব্দে কাঁপে আশ্চার্য আধাঁর
মারতে গিয়ে নাকি হাত বাঁধা বন্দী মরেছে আবার
নিন্দুকে ভালবেসে নাম দিয়েছে মৃত্যুর - "ক্রস ফায়ার"।

৫. নিখোঁজ

কাল মধ্য রাতে সাদা পোষাকে ধরে নিয়ে গেছে যাকে
খুঁজ নিতে গেলে তাহারাই সাত পাঁছ চৌদ্দ হাকে
সবশেষে দয়া করে নিখোঁজের খাতায় নাম লিখে রাখে।

৬. রিমান্ড

রিমান্ড মানে ডিমান্ড করা
পশু সেজে মানুষ মারা
ভন্ড যেমন দণ্ড হারা।
========================================



মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৬ রাত ১০:৪৮

সুমন কর বলেছেন: দারুণ এবং প্লাস।

০১ লা অক্টোবর, ২০১৬ রাত ১১:৫২

এম এ কাশেম বলেছেন: দারুণের জন্যে ধন্যবাদ
প্লাসের জন্যে শুভেচ্ছা।

২| ০২ রা অক্টোবর, ২০১৬ রাত ১২:২৩

রক্তিম দিগন্ত বলেছেন:
সবগুলোই বেশ। প্রতিবাদী প্রতিবাদী ভাব আছে।

০২ রা অক্টোবর, ২০১৬ ভোর ৪:২৮

এম এ কাশেম বলেছেন: আমি সহজ সরল গো-বেচারা টাইপের মানুষ, প্রতিবাদ করার সাহস আমার নাই।
শুধুই লিখার জন্যে লিখা, অর্থহীন ক'টি বাক্য মাত্র।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.