নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...
জীবন বন্ধ খাঁচা্র পাখি
মন মুক্ত বিহঙ্গ
জীবনের চেয়ে বেশী মননের মুখাপেক্ষী
সুখের খোঁজে সাত পাহাড় ভাঙ্গি
দুঃখের সময় দু'হাত তুলি
সবুজে শ্যামলে এই গাঙ্গেয় উপত্যাকায়
সোঁধা মাটিতে গড়াগড়ি খেতে ভালবাসি
অনন্ত নীলে দুরন্ত দুর্বার দুর্লভ স্বপ্ন দেখি
জলে স্থলে অন্তরীক্ষে স্রষ্টার মাহিমা খুঁজি
সত্য মিথ্যার অর্ন্তদ্বন্ধ বুঝি
শোষক প্রবঞ্চক প্রতারক আর
সুবিধাবাদী স্বার্থপরদের ঘৃণা করি
মানবিক মূল্যবোধে বিশ্বাসী
সত্য ও সৌন্দর্য্যের অনুগামী
পদ পদবী কিংবা বর্ণ বৈষম্যের ঘোর বিরোধী
মুখোশ পরা দ্বিচারী মানুষগুলো চিনি
পা - চাটা কুকুরের কান্ড দেখে হাসি
নিজের অজান্তে অসহায় মানুষকে ভালবাসি
হত্যা কিংবা আত্মহত্যাকে পাপ বলে জানি
ইহকালীন সফলতা অবশ্যই চাই
তবে পরকালীন মুক্তিই জীবনের মূল লক্ষ্য
আর অনন্ত অসীম দয়াবান প্রভুর সন্তোষ্টিই
এই ক্ষুদ্র জীবনের পরম প্রাপ্তি
স্রষ্টার উপর আমার অগাধ বিশ্বাস
ঈমান আমার একমাত্র শক্তি
জানা অজানা পাপের বোঝা মাথায়
দু'হাত তুলে কাঁদি ক্ষমা প্রার্থনায়
সকাল বিকাল সন্ধ্যায় অথবা মধ্যরাতে
শোকরিয়ার সেজদায় অবনত এই মস্তক
এবং
আমি আস্তিক।
২৩ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:০৪
এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২২ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৫৫
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লিখেছেন!