নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

ত্রয়ী : ভিন্ন অর্থে

২৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:৫৬

১। আইন
.
যত আইন তত ধারা
রাজাকে বাঁচিয়ে
প্রজাকে মারা।

২। বিচার

.
বিচার মানে নির্বিচারে অনাচার অত্যাচার সাজা
রসিয়ে রসিয়ে আমের আচার খেয়ে নাচবে রাজা
আছাড় খেয়ে হাত পা ভেঙ্গে মরবে অভাগা প্রজা।


৩। শাসন

.
রাজা খাওয়াবে পড়াবে নাচাবে
রাজার বিরুদ্ধে মিছিল করলে
পুলিশ দিয়ে পিঠাবে।

৪। নির্বাচন

.
নির্বিবাদে ক্ষমতায় থাকার অলৌকিক আচরন
বক্স, ব্যালট, পুলিশ, সাংবাদিক সবই থাকবে
থাকবে না শুধু ভোটের মালিক নির্বোধ জনগণ।

৫। তদন্ত
.
বড় লোকের বিরাট কাজ কারবার
এসব বিষয় নিয়ে নাচানাচি করা
সাধারণ পাবলিকের কি দরকার।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: কম খারাপ বলেন্নাই B-)

২৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩৪

এম এ কাশেম বলেছেন: বেশী খারাপ গুল্লু কি কমু কখনো?

সাদা মনে শুভেচ্ছা জাইনবেন ।

২| ২৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩৬

সুমন কর বলেছেন: বেশ হয়েছে। ;)

২৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৪০

এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ।
শুভেচ্ছা জানবেন।

৩| ২৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:১২

মার্কো পোলো বলেছেন:

বিচার মানে আদালতি অনাচার অত্যাচার সাজা

ভাল লিখেছেন। কিন্তু আদালত নিয়ে এরকম বিরূপ মন্তব্য করা শোভনীয় নয়। আদালত অবমাননা সম্পর্কে জানলে এটুকু লিখা থেকে ঠিকই বিরত থাকতেন।

২৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৫৩

এম এ কাশেম বলেছেন: ঠিক বলছেন ভাই।
পরিবর্তন করে দিলাম।

ধন্যবাদ।

৪| ৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ২:২০

রক্তিম দিগন্ত বলেছেন:
বিচার মানে নির্বিচারে অনাচার অত্যাচার সাজা
রসিয়ে রসিয়ে আমের আচার খেয়ে নাচবে রাজা
আছাড় খেয়ে হাত পা ভেঙ্গে মরবে অভাগা প্রজা।


এটা বেশ লাগলো।

বাকিগুলোর বক্তব্যও কিন্তু মিথ্যা না। বেশ ভাল লেগেছে আমার।

০২ রা নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩৬

এম এ কাশেম বলেছেন:
ভাল লেগেছে জেনে খুশী হলাম
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.