নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

গল্পকাব্য : রাম ছাগল

০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ১১:৫৪



.
.
আমাদের আছে এক পাল রাম ছাগল।
ছাগলে চিনে পাতা - আগার পাতা, গোড়ার পাতা
ডালের পাতা, মূলের পাতা। কাঁঠাল পাতা, নরম লতা।

চরে চরে ঘাস খেয়ে পেট ভরাতে সময় লাগে
কষ্ট বেশী, নষ্ট হয় অমূল্য সময় ।
এত কষ্ট কে করে।
পাতা খেলে অল্প সময়ে পেট ভরে , সময়ও বাঁচে।
তাই ছাগলে ইদানিং ঘাস ছেড়ে পাতা ধরে -
খেয়ে খেয়ে উজাড় করে গাছের পাতা , বনের লতা
লতা পাতা খেয়ে কেউ আঙ্গুল ফুলে কলা গাছ হোক বা না হোক
পেট তো ফুলে ঢোল হয় - হয়ে যায় দিনে দিনে তরতাজা পশুর রাজা।

.
গাছ মরে লাকড়ি হয় , লতা শুকিয়ে হয় জঞ্জাল,
কালে কালে সবুজ বন হয় বিবর্ণ ধুসর কঙ্কাল
গাছ মরে জাহান্নামে যাক,
বিরান বনভূমি হোক না ধূসর মরুভূমি -
ছাগলের কি আসে যায় তাতে?
.
পাতার মত পাত্তি
পাত্তি ছাড়া এই দুনিয়াই
জ্বালাবে কেমনে শখের বাত্তি।
.
পাত্তি পেলে তাই ওরা মাথা বেচে,
দেহ বেচে, জাত বেচে ;
ঘটি বাটি ভিটে-মাটি সব বেচে;
অবশেষে দেশ ও বেচে।
.
ছাগলে আর পাগলে ভাই ভাই,
পাগলে প্রলাপ বকে তাই
রামপালে রাম ছাগল এলে
লাভ ছাড়া ক্ষতি নাই।

.
সুন্দর বন আর ও সুন্দর হবে
ঝোপ জঙ্গল পরিস্কার হবে
উঁচা উচাঁ দালান হবে
ঝক্‌ ঝকে নতুন একটা নগর হবে
নগরে একটি সুন্দর বন্দর হবে
বন্দরে বড় বড় জাহাজ ভিড়বে
লক্ষ লোকের চাকুরী হবে
আকাশে বাতাসে পাত্তি উড়বে
লোকেরা শুধু লাফিয়ে লাফিয়ে পাত্তি ধরবে
আর শূন্য পকেটে দু'হাতে ভরবে
কে বলেছে কয়লা পুড়ে ময়লা উড়ে
ময়লা ছাড়া কি পেট ভরে?
ময়লা হতে মাল আসবে
ম্যালা মানুষ ধনী হবে
রাতারাতি দেশটা নাকি সিঙ্গাপুর হবে,
সিঙ্গাপুর না হোক, ইন্দ্রপুর তো হবেই।
.
তাই বলি -
জ......য়........তু......... রাম ছাগল.
.
==================================================

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.