নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...
.
হাসো -
প্রিয়তমা একবার হাসো
ঠোঁটের ফাঁকে চিড়ল দাঁতের মুক্তোর মালা
ধার দাও কিছু শুভ্রতা - চাঁদের কাছে
আজন্ম কলঙ্ক দাগ মুছে যাক চাঁদের
জ্যোৎস্নায় আলোকিত হোক মায়ার ভুবন।
সূর্যের আলোহীন চাঁদের অপর পিঠে নাকি আঁধার
হাসির আড়ালে তবে তোমার কি যেন থাকে
রাগ - অনুরাগ প্রেম; সুখ - দুঃখ অভিমান,
পাওয়া না পাওয়ার আনন্দ বেদনা,
নাকি শুধু সবই ছলনা?
যা কিছুই থাকনা - আমি শুধু জানি - শুধুই জানি-
চাঁদমুখ তোমার হাসির আলোয় উদ্ভাসিত না হলে
রূপালী জ্যোৎস্না ঝরে না কখনো পৃথিবীর সবুজে
সাধের ভুবনে নামে কৃষ্ণ পক্ষের গাঢ় অন্ধকার;
হাসো -
দিগন্ত রেখায় মেঘের পাখায়,
নীলের আকাশে , পৃথিবীর সবুজে
টোল পড়া তোমার দু'টো কপোলে
উষার আলোর লালিমা মেখে
সূর্য উঠুক - প্রেমের
স্বপ্ন বিলাসী হৃদয়ে।
তুমি শুধু হাসো - হৃদয় আলো করে হাসো -
লাজুক চোখে পলক মেলে আমার দিকে চেয়ে
মায়াবী পৃথিবীতে ঝরুক জ্যোস্নার ধারা
দীঘল পূর্ণিমায় রূপালী চাঁদের আলো
পাগল পারা হৃদয় কাড়া প্রান ভুলানো হাসির ছটা
ছড়িয়ে দাও ঠোঁট হতে ঠোঁটে বুকের কোমল জমিনে
উষর মরুর ধূসর বুকে মরা গাছে মরা ডালে
হাসির সোহাগে ফুটুক অজস্র রঙিন ফুল - প্রেমের।
মুখ ভার করে থেকো না সখি
সাধের পৃথিবী আমার হয়ে যায় আঁধার
আঁধার ঘুচাতে প্রিয়া - হাসো
কপোলে টোল ফেলে হাসো - ফুলের ঠোঁটে মুক্তা ঝরুক
মুক্তার চাষ হবে বুকের ভেতরে - হৃদয়ে হৃদয়ে;
আবার হাসো - আমার চোখে চোখ রেখে
ফুল ফুটুক থরে থরে হৃদয়ের সবুজে - লাল নীল হলুদ - রঙ বেরঙ
রাগ অনুরাগ অভিমানী প্রেমের তরল তরঙ্গ দোলে -
দোলা দিক দুটো নিথর সরোবরে - হৃদয়ের উজানে রক্তের উষ্ণতায়।
২৫ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:১৩
এম এ কাশেম বলেছেন: কি জানি কি জড়িত
আমি যদি বুঝতাম আহা...............
শুভেচ্ছা জানবেন।
২| ২৫ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: লেখা সুন্দর হয়েছে কবি ----
২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৪২
এম এ কাশেম বলেছেন: সুন্দরীদের জন্যে কি না
তাই কবি............
অনেকদিন পরে
শুভেচ্ছা জানবেন।
©somewhere in net ltd.
১| ২৫ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:০৮
নীল দেয়াল বলেছেন: সব হাসিতেই কিছু ভালোবাসা জড়িত