নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

হাসো - ২

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:০১


.
হাসো - মুক্তা ঝরুক
মুক্তার চাষ হবে হৃদয়ে হৃদয়ে,

আবার হাসো -
চিড়ল দাঁতে - ফুলের ঠোঁটে
পুস্পেরা পরাজিত হয়ে
নত হোক তোমার পায়ে;

হাসো - প্রান খোলে হাসো
সূর্যের আলো ধার করে
পূর্ণিমার চাঁদের হাসি
ম্রিয়মান হবে লাজে - ক্ষণিক পরে;

হাসির দ্যুতিতে - হিরের ঝলক
ঝলসে দিয়ে নয়ন দু'টো
হাসির তূণে বিদ্ধ করে
বন্দী করেছ ওগো যারে
হৃদয়ের রূপালী কারাগারে
সেই আমি অধম প্রেমের আসামী
- যাবজ্জীবন দন্ড প্রাপ্ত কয়েদী;

পরাজিত এক প্রেমিক আমি -
ফুলের কাছে , পাখির কাছে
নদী আর এক সুহাসিনী নারীর
অনিন্দ্য সুন্দর হাসির কাছে;

বন্দী আমি শিকল বাঁধা পাখি
শিকল পায়ে তবু আমি সুখি
অজানা আনন্দ ঐশ্বর্য বৈভবে
ভরে যায় এই শূন্য হৃদয়খানি
চোখ ঝলসানো হৃদয় মাতানো
টোল ফেলা ঢেউ তোলা মিষ্টি হাসি
মুক্তার ঝলকে ফুটে উঠে যখন
তোমার দু'টি পুস্পিত ঠোঁটে।


হাসো তাই প্রিয়তমা - হাসো -
মুক্তা ঝরুক - ফুলের ঠোঁটে
আমি যে মুক্তা বণিক
মুক্তা কিনি হৃদয় দিয়ে।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৬

ধ্রুবক আলো বলেছেন: বাহ! সুন্দর কবিতা,, ভালো লেগেছে
আপনিও হাসুন

০৫ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৫:৫৭

এম এ কাশেম বলেছেন:

ভাল লেগেছে জেনে ধন্য হলাম।

শুভ কামনা

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৮

বিজন রয় বলেছেন: হৃদয়ের প্রেম বন্ধনা।

ভাল লাগল।

০৫ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৫:৫৮

এম এ কাশেম বলেছেন: ভাল লেগেছে জেনে খশি হলাম

শুভ কামনা।

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

সুমন কর বলেছেন: ভালো লাগল।

০৫ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৫:৫৯

এম এ কাশেম বলেছেন: ভাল লেগেছে জেনে খুশি হলাম

শুভ কামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.