নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

বুঝলে না কোনদিন

০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:২৩


মেয়েরা যাকে ভালবেসে - ভাবে মনের মানুষ
মনের কথা নাকি বলে না তার কাছে মুখ ফুটে
শুধুই চোখে চোখ রেখে মুখের পানে চেয়ে থাকে
আর সব কথা শুনে যায় তাহার মুগ্ধ শ্রোতার মত;
মুখ ফুটে না-বলা মনের কথা বলে যায় ছলে,
আড়ালে আবডালে ইশারা ইঙ্গিতে সুকৌশলে
সুতীক্ষ দৃষ্টি বানে কিংবা স্মীত হাসির আড়ালে
অথবা কথার মারপ্যাচে অঙ্গভঙ্গির আবহে,
মনের মানুষ হয়তো তার - অর্ধেক বুঝে
বাকি অর্ধেক সমুদ্র চরে চোরাবালিতে ডোবে।

মেয়েরা কবিতার মতো -
অর্ধেক হয়তো গেলে বুঝা
বাকি অর্ধেক রহস্য ঘেরা,
কবিদের সাথে তাই মেয়েদের চমৎকার মিল;

কবিরাও বলে না মনের কথা কোনদিন মুখ ফুটে,
কিছুটা লাজে আর বাকিটা প্রত্যাখ্যানের ভয়ে
অনভিজ্ঞ লাজুক কবি বিনীত বদনে গোমড়া মুখে
মনের ভিতরে একটি মন খোঁজে- অতি সন্তর্পনে,
শব্দের পিঠে শব্দ বুনে আপন মনে - বুকের পাঁজরে ;

তুমি তো খুব কবিতা পড়ো
কবিতা ভালবাসো
কবিতা বুঝো
শুধুই বুঝলে না কোনদিন অভাগা কবিকে!
.

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৫৭

সাদা মনের মানুষ বলেছেন:
মেয়েরা কবিতার মতো -
অর্ধেক হয়তো গেলে বুঝা
বাকি অর্ধেক রহস্য ঘেরা,
কবিদের সাথে তাই মেয়েদের চমৎকার মিল;


........চমৎকার লিখেছেন কাশেম ভাই, অনেক সময় আমি কবিতার একটা লাইনও বুঝতে োারিনা। সেটা অবশ্য কবিদের দোষ না, আমারই ব্যর্থতা।,,,,,,,,,,,,,,,,ভালোলাগা জানিয়ে গেলাম।

০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:০২

এম এ কাশেম বলেছেন: ভাবীকে তো ভাল বুঝেন - ওটাই কবিতা।
ভাল লেগেছে জেনে আনন্দিত।

শুভেচ্ছা জানবেন কামাল ভাই।

২| ০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৫৮

সাদা মনের মানুষ বলেছেন:

০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:০৫

এম এ কাশেম বলেছেন: চা তো সুধু পড়তেই আছে - কাপ তো ভরে না
পেট ভরবে তো?

যাদুর চা বুঝি?

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:১১

সাদা মনের মানুষ বলেছেন: সত্যিই যাদুর চা, দেখতে পারবেন, খেতে পারবেন না :D

০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:১৮

এম এ কাশেম বলেছেন: ভাই যাদুর চা টা চাই না - থাকলে ভাবীর হাতের চা দেন - খাই।
বরফ পড়তেছে - চা খাইতে মুঞ্চায়।

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১০

ধ্রুবক আলো বলেছেন: শেষের ৪ লাইন দারুন ছিলো..!

০৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০৪

এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ
শুভেচ্ছা জানবেন।

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৯

খায়রুল আহসান বলেছেন: শিরোনাম, ছবি এবং কবিতার মূল বক্তব্য ভাল লেগেছে। প্রথম প্লাসটা তাই দিয়ে গেলাম।
কবিতার সাথে নারীর আরো অনেক মিল রয়েছে। অবশ্য অমিলও রয়েছে। তবে এ কথা সত্য, নারী বুঝুক বা না বুঝুক, নারীর কারণেই পৃথিবীতে বহু কালজয়ী কবিতা লিখা হয়েছে। আরও হবে।

০৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০৭

এম এ কাশেম বলেছেন: সুন্দর ব্যাখ্যা আর সুচিন্তিত মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা ও শ্রদ্ধা জানবেন।

৬| ০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০৫

কানিজ রিনা বলেছেন: একটি মেয়ের নামই কবিতা, বেশ ভাল লাগল।

০৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০৯

এম এ কাশেম বলেছেন: মেয়ের নাম কবিতা
আবার প্রতিটি মেয়েই এক একটি কবিতা।

শুভেচ্ছা জানবেন।

৭| ০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫১

রাতুল_শাহ বলেছেন: মেয়েরা কবিতার মতো -
অর্ধেক হয়তো গেলে বুঝা
বাকি অর্ধেক রহস্য ঘেরা,


ভাই লাইনগুলো আপনার লেখা!!!!!
দারুণ কবিতা ।

০৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১০

এম এ কাশেম বলেছেন: জী ভাই, আমার লিখা । সন্দেহ আছে নাকি?

শুভেচ্ছা জানবেন।

৮| ০৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫০

রাতুল_শাহ বলেছেন: সন্দেহ নয়.... লেখাটা ভালো লেগেছে তাই বললাম।

শুভেচ্ছা জানলাম। আমার পক্ষ থেকেও শুভেচ্ছা জানবেন।

০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:১২

এম এ কাশেম বলেছেন: ও, তাই?
ভাল লেগেছে জেনে আনন্দিত হলাম।

ধন্যবাদ।

৯| ০৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন:
ভালো লাগলো ।

০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:১৫

এম এ কাশেম বলেছেন: ভালো লেগেছে জেনে ধন্য হলাম

শুভেচ্ছা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.