নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

গীতি কবিতাঃ খাঁচার পাখি উড়াল দিলে

২০ শে মার্চ, ২০১৭ সকাল ১১:০০



.
আমি আমি করি আমি
আমার নয়তো আমি
খাঁচার পাখি উড়াল দিলে
সব হয়ে যায় তুমি,
মাটির দেহ, আগুন , পানি
বাঁচে বায়ু টানি
এক নিঃশ্বাসের বিশ্বাস নাইরে
আয়ু কতখানি;
যমের হাতে মরণ লিখা
হবে একদিন মানি
আমার মরণ হবে কবে
আমি নাহি জানি;
তোমার খাঁচায় পরাণ পাখি
আমি বলি আমি
খাচাঁর পাখি উড়াল দিলে
সব হয়ে যায় তুমি;
.
.
মাটির দেহ মাটি হবে
আগুন যাবে নিভে
দেহের পানি বাতাস হয়ে
শূন্যে মিলাবে,
জায়গা জমি অর্থ কড়ি
সবই পড়ে রবে
আমল ছাড়া কোন কিছুই
সঙ্গে নাহি যাবে,
এক নিঃশ্বাসের জীবনখানি
বড়াই কিসের করি আমি
আমার নয়রে আমি
খাঁচার পাখি উড়াল দিলে
সব হয়ে যায় তুমি;
.
.
আসমান জমিন গ্রহ তারা
সবই সৃষ্টি তোমার
সৃষ্টির মাঝে আছো তুমি
সদা নিরাকার
নিরাকারে দিয়া আকার
খেলো তুমি আলো আঁধার
সৃষ্টিতে অস্থিত্ব তোমার
আমি ও নয় যে আমার
মানুষ বানাইয়া তুমি
করো অহঙ্কার ,
কৃপা ছাড়া কেমনে প্রভু
করবে তবে তাহার বিচার?
রাহমানুর রাহিম তুমি
রহমতের আধার;
একটুখানি দয়ার আশায়
দু'হাত তুলি কাঙ্গাল আমি
জায়-নামাজে সেজদায় লুটি
কাঁদি দিবা-যামি,
খাঁচার পাখি উড়াল দিলে
সব হয়ে যায় তুমি।
.
==============================

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৫১

অতঃপর হৃদয় বলেছেন: নিজে লিখেছেন?

২০ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৫৪

এম এ কাশেম বলেছেন: জী,
কেন, বিশ্বাস হচ্ছে না?

২| ২০ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৫৬

অতঃপর হৃদয় বলেছেন: না বিশ্বাস অবিশ্বাসের কথা না। ইচ্ছে হলো তাই জিজ্ঞেস করলাম।

২০ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:০২

এম এ কাশেম বলেছেন: অসুবিধা নাই। জানার অধিকার নিশ্চয় আছে।
ধন্যবাদ।

৩| ২০ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৫৮

অতঃপর হৃদয় বলেছেন: সরি! সেদিন কে যেন একটা গজল লিখছিল, নিজের নামে চালায় দিছে তাই ভাবলাম এটাও সেম।

২০ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:০৬

এম এ কাশেম বলেছেন: ঠিক আছে। ইদানিং অনেকে অন্যের লিখা চুরি করে নিজের নামে চালিয়ে দিচ্ছে আবার ধরাও খাচ্ছে।
এইগুলো হলো বেহায়া প্রজাতির লেখক।
তাছাড়া এটা আপনি কালকেও পড়েছেন, মন্তব্য ও করেছেন, কিছুটা সম্পাদনা করেছি বলে আবার দিয়েছি।

ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।

৪| ২০ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে ভাইয়া

২০ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৫

এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ বৃষ্টির মতন মিষ্টি কবি।

৫| ২০ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৮

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন

২০ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৬

এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ,
শুভেচ্ছা জানবেন।

৬| ২০ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৫৫

শাহজালাল হাওলাদার বলেছেন: ভাল লেগেছে। লেখুন আরও সুন্দর করে।

২০ শে মার্চ, ২০১৭ রাত ৯:১৩

এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ।
শুভেচ্ছা সতত।

৭| ২০ শে মার্চ, ২০১৭ রাত ১০:১৮

মামুন ইসলাম বলেছেন: চমৎকার কাব্য।

২১ শে মার্চ, ২০১৭ সকাল ১১:০৭

এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ

শুভেচ্ছা সতত।

৮| ২৬ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:০৬

সাদা মনের মানুষ বলেছেন: এমনটা আমরা ভাবীনা, ভাবলে দুনিয়াতে কোন অনাচার থাকতো না, শুভেচ্ছা জানবেন কাশেম ভাই।

২৮ শে মার্চ, ২০১৭ ভোর ৫:২২

এম এ কাশেম বলেছেন: সবাই ভাবে না , কেউ কেউ ভাবে, আর ভাবে বলেই দুনিয়া সচল।

শুভেচ্ছা সতত।

৯| ২৬ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:১২

সাদা মনের মানুষ বলেছেন:

২৮ শে মার্চ, ২০১৭ ভোর ৫:২৪

এম এ কাশেম বলেছেন: চায়ের রং সবুজ ক্যান?
গ্রীন টি নাকি?

আমার পছন্দের চা ।

ধন্যবাদ কামাল ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.