নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

অনুকাব্য: কাঁটা তারে প্রেমে

০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:১৯



১.

কাঁটা তারে বিঁধে প্রেম
ঝুলে থাকে ফেলানীর লাশ
ওপাড়ের গরু এসে
খেয়ে যাবে এপাড়ের ঘাস।

২.

খানা দেবে, পিনা দেবে
পানি দেবে না
সুন্দর বন শ্মশান করবে
দায় নেবে না।


৩.

পথ দিলাম, ঘাট দিলাম
দিলাম প্রেমের মালা
প্রতিদানে গুলি মেরে
মিঠায় মনের জ্বালা।

৪.

খাল কেটে কুমির আনলে
মাছের মরণ হ্য়
দুশমনকে বন্ধু ভাবলে
আপন কি আর রয়?


৫.

সোনার হরিণ ধরতে গিয়ে
হারায় যদি সোনা
পরের কোলে মাথা রেখে
স্বপ্ন কি যায় বোনা?

.

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:২৪

চাঁদগাজী বলেছেন:



কবিতায়, ছড়ায়, গল্পে, প্রবন্ধে এই অভিযোগ শুনছি শুনছি।

নিজে বলেন, আজ থেকে ভারতীয় মাংস কিনব না, ভারতীয় সিরিয়াল দেখবো না, ভারতীয় লেহেংগা-পরা বউ বিয়ে করবো না...

০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:২৮

এম এ কাশেম বলেছেন: শুনতে শুনতে গায়ে লাগে,

ভেঙ্গেছো কলসীর কানা
তাই বলে কি প্রেম দেবো না?

শুভ কামনা।

২| ০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:৫৭

মিঃ আতিক বলেছেন: প্রতিবাদি কবিতা;
ভালো লেগেছে।

০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৮

এম এ কাশেম বলেছেন: ভাল লেগেছে জেনে খুশি হলাম।

ধন্যবাদ।

৩| ০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:০৫

সিনবাদ জাহাজি বলেছেন: অনেক সুন্দর হয়েছে।
একেবারে সত্যি কথা লিখছেন

০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৯

এম এ কাশেম বলেছেন: তাই নাকি ?

শুভ কামনা।

৪| ০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:০৬

মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর কাব্যকনা।

০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৯

এম এ কাশেম বলেছেন: মনের যন্ত্রনা।

শুভ কামনা।

৫| ০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩৯

ধ্রুবক আলো বলেছেন: মূল্যবান জিনিস কাছে থাকলে কেউ মূল্যায়ন করে না, হারালে পরে বুঝে।

০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:২১

এম এ কাশেম বলেছেন: আমরা যদি এবার একটু বুঝি।

শুভেচ্ছা।

৬| ০৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪২

সুমন কর বলেছেন: দারুণ হয়েছে। +।

০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:০৩

এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ কবি।

শুভেচ্ছা জানবেন।

৭| ০৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৩

অগ্নিবেশ বলেছেন: সংসারে শান্তি আনতে
লাগে জাদুকাঠি।

নিজের কাঠি না দাড়ালে
বন্ধুর ডাকাডাকি।

শেষকালে বন্ধু খায় মধু
আর হে তে চোষে আঁঠি।


০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:০৮

এম এ কাশেম বলেছেন: বন্ধু ভেবে পরের হাতে
দিলে ঘরের চাবি
আঠি চাড়া ফুলের মধু
কেমন করে খাবি?


শুভ কামনা।

৮| ০৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫০

রূপক বিধৌত সাধু বলেছেন: অনুকাব্য অধ্যয়ন করে প্রীত হলাম! বোধোদয় হোক সকলের!

০৯ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৬

এম এ কাশেম বলেছেন: বোধের উদয় যে হবে কবে?
তবু হোক ........................ এই আশা রাখি।

ধন্যবাদ।

৯| ০৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৮

মানবী বলেছেন: অসাধারন! চাবুকের মতো কবিতা!


তবে ভারতীয় পণ্য বিসর্জনের আহ্বানে "ভেঙ্গেছো কলসীর কানা তাই বলে কি প্রেম দেবো না?" বললে তো সুন্দর বনকে শ্মশানে পরিনত দেখতেই হবে।
আমরা ফেলানীর জন্য চোখের জল জল ফেলতে ফেলতে নিয়মিত ভাবে শুধু ভারতীয় পণ্য ক্রয় করিনা, ঘটা করে কষ্টার্জিত দেশী অর্থ ফেলানীর হত্যাকারীদের হাতে তুলে দিতে ভারত ভ্রমনে যাই। অত্যন্ত দুঃখজনক আমাদের নিজেদের আচরনই!

চমথকার কবিতার জন্য ধন্যবাদ এম এ কাশেম।

০৯ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫০

এম এ কাশেম বলেছেন: আহা, প্রেমিকা যদি প্রেম দেয় , আমি কি বাধা দিতে পারি?
দিচ্ছে তো অবিরত।

দেয়ার বেলায় পড়ি-মরি
আনার বেলায় ফুটো কড়ি।

শুভেচ্ছা প্রিয় মানবী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.