নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

ত্রয়ী: ফাঁদ

১৪ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:২২

১.

কোমরের ছুরি কোমর কাটে
বন্ধুর শূলে রঞ্জিত আজ বুক
পুরানো ইতিহাসে শুধু নতুন মুখ।

২.

মীর জাফর আজও এক কলঙ্কিত ইতিহাস
জেনে শুনে কেউ কেউ লোভের ফাঁদে পড়ে তবুও
নিজের গলায় নিজের হাতে নিজে পড়ায় ফাঁস।

৩.

স্বার্থের টানাটানি রক্তের সাথে বেঈমানী
সে তো নব্য মীর জাফরের পুরনো কাহিনী
ভুলিনি সেই কালো রাত - আজও ভুলিনি।

৪.

ফাঁদে পড়ে হায়, হয়ে গেছো জবাই
এবার চামড়া চিলার পালা
সয়ে নিও নুন মরিচের জ্বালা।

৫.

আয় আয় আয় -কচি ঘাস হাতে ডাকে এই যুগের কসাই
কাছে আসলে কানে শিঙে বেঁধে নাক ফুঁড়ে আংটা পড়ায়
উন্মাদ লোভী ষাঁড়কে ফাঁদে ফেলে এই ভাবে বলদ বানায় ।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:২৯

ইফতি সৌরভ বলেছেন: ভালো লাগল +++++। অন্তরে স্পর্শ করেছে

১৪ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩৬

এম এ কাশেম বলেছেন: জেনে খুশি হলাম।

শুভ কামনা।

২| ১৪ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:০০

ধ্রুবক আলো বলেছেন: কবিতা ভালো লাগলো +

শুভ হোক নববর্ষ

১৪ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩২

এম এ কাশেম বলেছেন: জেনে আমার ও ভালও লাগলো,

শুভ কামনা অবিরত।

৩| ১৪ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪১

সুমন কর বলেছেন: মর্মার্থ ভালো।

১৪ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৬

এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ সুমন কর।

শুভ কামনা।

৪| ১৪ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩৮

অতঃপর হৃদয় বলেছেন: কঠিন কথা বলেছেন!!!!!!

পহেলা বৈশাখের শুভেচ্ছা রইলো

১৪ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৪

এম এ কাশেম বলেছেন: কঠিন যুগে কঠিন কথা না হলে কি চলে?

শুভ নব বর্ষে শুভ কামনা।

৫| ১৬ ই এপ্রিল, ২০১৭ ভোর ৫:৪৪

মামুন ইসলাম বলেছেন: চমৎকার

১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৭

এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ।

শুভেচ্ছা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.