নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...
.
বিমূর্ত নষ্ট সন্তানের হাতে ধর্ষিতা জননী,
দিনে দিনে পাপের তরলে অতল গভীরে
রক্ত মাংস শুষে বেড়ে উঠে নষ্ট ভ্রুণ;
ষোল কোটি মানুষের না না উপেক্ষা করে
লোভের ফাঁদে ছলে বলে কৌশলে
আপন পায়ে কুঁড়াল মেরে
শয়তানী প্ররোচনায় নষ্টা ধাত্রীর কলঙ্কিত হাতে
পবিত্র প্রাসাদের অন্ধকারে
অনাকাঙ্খিত বিছানায় ভুমিষ্ট হয়
কিছু মূর্তিমান জারজ;
.
ঘৃণার থুথু ছিটায়ে দিলাম শুধু
আকাশে বাতাসে উর্ধ্বে অধে চর্তুদিকে
পাপী তাপী জনে জনে নির্বোধ নির্লজ্জ
চৈতন্যহীন চেনা অচেনা সকল মুখে;
.
বোধের উদয় জানি না হবে কবে
এক দিন হয়তো হবে
ঘৃণার আগুনে পুড়ে
রং মহলে আগুন যে দিন লাগবে।
.
১৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:১৮
এম এ কাশেম বলেছেন: সত্য বই মিথ্যা বলি না,
আপ্নাকেও অনেক শুভ কামনা।
২| ১৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:২৭
ওমেরা বলেছেন: থু থু আবার উপর দিকে দিয়েন না সাবধান!!
১৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩২
এম এ কাশেম বলেছেন: সব দিকেই দিলাম
তবে গা বাচিয়ে।
ধন্যবাদ।
৩| ১৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৬
এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ ছবি।
৪| ১৮ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১২
অতঃপর হৃদয় বলেছেন: ভালো লাগলো।
১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৭
এম এ কাশেম বলেছেন: জেনে খুশি হলাম।
ধন্যবাদ।
৫| ১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:০১
ধ্রুবক আলো বলেছেন: সুন্দর লিখেছেন।
প্রথম লাইন টা বুঝিয়ে দিবেন!
১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৮
এম এ কাশেম বলেছেন: কেমনে বুঝিয়ে বলি - আমি তো নিজেই কবিতা বুঝি না।
ধন্যবাদ।
৬| ১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:০২
গেম চেঞ্জার বলেছেন: জারজ শব্দটিকে যদি ঘৃণার চোখে দেখে কবিতা লিখে থাকেন, আর তার মা বাবাকেও(তারা বাচ্চার লালন পালন করার পরও) তাহলে এই কবিতাকেও ঘৃণা!!
১৯ শে এপ্রিল, ২০১৭ ভোর ৫:১৬
এম এ কাশেম বলেছেন: কি বুঝতে কি বুঝেছেন কি জানি!
এখানে সেই জারজের কথা বলিনি।
ঘৃণার বিনিময়ে ভালবাসা।
৭| ২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩১
মামুন ইসলাম বলেছেন: চমৎকার লিখেছেন।
২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৬
এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ ভাই।
শুভেচ্ছা জানবেন।
©somewhere in net ltd.
১| ১৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৭
কানিজ রিনা বলেছেন: খুব সত্য তুলে ধরেছেন, শুভ কামনা।