নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...
১.
পিতা মাতা জানি মাথার উপরে ছায়া
স্ত্রী-পুত্র-কন্যা সে তো স্নেহ জালে মায়া
থরে থরে রাখি সোনার সংসার সাজাতে
মাটির প্রদীপে তাই হয়ে যায় সলতে
বারে বারে শতবারে নিভি আর জ্বলি
ঘুরি কত চেনা অচেনা অজানা গলি।
২.
তোমার কাছে আমার চাওয়া পাওয়া
দিনের শেষে রাতের ভালবাসা
অভিমানে দূরে দূরে থাকা
তখন লাগে সবি ফাঁকা ফাঁকা
ভুল ভাঙলে দৌড়ে কাছে আসা
দুঃখের মাঝে সুখের পরশ হাওয়া।
৩.
অপলক চেয়ে থাকো বলো না তো মুখ ফুটে কিছু
চোখ দু'টো ঘুরে ফেরে রাখো যেন আমার পিছু
এতটাই যদি অবিশ্বাস করো
হাত দু'টি পেতে তবে ধরো
বুকটা ছিঁড়ে কলিজাটা তোলে দিই তোমার হাতে
বিমূর্ত হৃদয় মুক্ত হোক তবে এই তমসার রাতে।
৪.
বিত্তের কাছে ব্যাক্তিত্ব বিকিয়ে মানুষ
গোলামীর খাতায় যেদিন নাম লেখায়
পদ-পদবীর লোভে বিবেক হারিয়ে
ঢং করে সং সেজে চামচামিতে বাহবা কুঁড়ায়
চরিত্রহীন মানুষের সেদিন থেকে শুরু হয়
বনের হিংস্র পশুদের কাছে অসহায় পরাজয়।
৫.
সর্দারের সাথে মিলিয়ে গলা হাক্কা হুয়া ডাকে পালের শেয়ালে
গলাবাজের সঙ্গে গলাবাজি করে চামচারা হুজুরের খেয়ালে
ধার করা পেখমে ময়ূর সেজে প্যাঁচা দেখায় নাচের বাহার
পা চেটে চেটে বেহায়া শারমেয় যোগায় তার পেটের আহার
কাকের কীর্তি - ডেকে কা কা নিজেরে ভাবে সুরেলা কোকিল
তার সাথে কণ্ঠ মেলায় কলি যুগের কীর্তিমান - স্বার্থবাদী সুশীল।
০১ লা মে, ২০১৭ দুপুর ১২:১২
এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ
শুভেচ্ছা জানবেন।
২| ০১ লা মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।
০১ লা মে, ২০১৭ রাত ৮:৩০
এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ
শুভেচ্ছা জানবেন কবি।
©somewhere in net ltd.
১| ০১ লা মে, ২০১৭ দুপুর ১২:০৪
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন +