নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...
১.
.
লিখি; লিখে লিখে পুড়ে ফেলি আগুনে
শীত ঘুমে লুকায় অক্ষম দেহের দ্রোহ গোপনে
এক দিন জানি পাখি গাইবে, ফুল ফুটবে ফাগুনে।
২.
.
পুরুষ বিদ্বেষী হয়ে তুমি সাজো বিখ্যাত নারীবাদী
মা বোনকে হেয় করে তুমি হও কেমনে পুরুষবাদী
ভেদাভেদ ভুলে মানুষ হয়ে এবার হও মানবতাবাদী?
৩.
.
মানবিক গুণাবলী নিয়েই এক জন মানুষ হয় মানুষ
যার মাঝে এসব নাই সে কিন্তু পশুর ও অধম অমানুষ
খুন, ঘুম, ধর্ষন, লোভ, নিষ্ঠুরতা মানুষকে করে অমানুষ।
৪.
.
নিজের স্রষ্টার 'পরে নেই যার আস্থা
রাখাল ছাড়া ছাগল পালের অবস্থা
দেখাবে কে তারে সরল সঠিক রাস্তা?
.
১৩ ই মে, ২০১৭ রাত ৯:৪৫
এম এ কাশেম বলেছেন: কি জানি কি, ছড়া না অনয় কিছু............
ধন্যবাদ।
শুভ কামনা।
২| ১৩ ই মে, ২০১৭ দুপুর ২:২২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর। মুগ্ধতা আর ভালোবাসা রেখে গেলাম সবগুলো কাব্যে।
শুভকামনা আপনার জন্য
১৩ ই মে, ২০১৭ রাত ৯:৪৬
এম এ কাশেম বলেছেন: আপনাকে ও অনেক শুভ কামনা।
৩| ১৩ ই মে, ২০১৭ দুপুর ২:৫৫
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর হয়েছে +
১৩ ই মে, ২০১৭ রাত ৯:৪৬
এম এ কাশেম বলেছেন: অনেক ধন্যবাদ।
৪| ১৩ ই মে, ২০১৭ রাত ৮:৪০
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
১৩ ই মে, ২০১৭ রাত ৯:৪৭
এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ।
শুভ কামনা।
৫| ০১ লা জুন, ২০১৭ বিকাল ৩:১২
প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ কাশেম ভাই
০৬ ই জুন, ২০১৭ ভোর ৫:৩৮
এম এ কাশেম বলেছেন: জেনে খুশি হলাম প্রামানিক ভাই।
শুভেচ্ছা জানবেন।
©somewhere in net ltd.
১| ১৩ ই মে, ২০১৭ দুপুর ২:০৫
করুণাধারা বলেছেন: কী বলে এগুলোকে? ছড়া? তবে এই ছড়াগুলো চমৎকার হয়েছে- বিশেষ করে শেযটি।