নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...
বৃষ্টি যদি মিষ্টি হয়ে
ঝরে গরমে
বুকে টেনে নেবে কে গো
আধো শরমে।
হাতটি ধরে বলবে -চলো
ভিজি বৃষ্টিতে
জলে ভেজে নেচে উঠবে
সুরের সৃষ্টিতে;
সুরের সাথে শরীর নাচবে
জলের বসন্তে
মনের মাঝে মন হারাবে
প্রেমের অনন্তে ;
প্রেম পীরিতি বৃষ্টি বাদল
দমকা হাওয়ার মত
হৃদয় মরু ভিজিয়ে দিয়ে
বয়বে প্রেমের স্রোত ;
ঝর্ণাধারা গড়িয়ে পড়ে
নদীর কিনারে
ভালবাসা স্বপ্নে দেখি
মনের মিনারে;
শরম ভরম রেখে দূরে
দেহ খোঁজে দেহ
হৃদয় দিয়ে হৃদয় নেবে
বাদল দিনে কেহ?
১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪০
এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ জানবেন,
শুভ কামনা।
২| ১১ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:২৬
আলো_ছায়া বলেছেন: ভালো লাগলে।
চমৎকার শিরোনাম।
১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪১
এম এ কাশেম বলেছেন: ভাল লেগেছে জেনে ধন্য হলাম।
শুভেচ্ছা সতত।
৩| ১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৫
সালমান মাহফুজ বলেছেন: বৃষ্টি মিষ্টি ছন্দের দোলুনি ।
১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩
এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ,
শুভেচ্ছা জানবেন।
৪| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১৫
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর হয়েছে ++
১২ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৩১
এম এ কাশেম বলেছেন: জেনে খুশি হলাম ।
শুভেচ্ছা জানবেন ভাই,
৫| ১২ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৫৬
কথাকথিকেথিকথন বলেছেন: ছন্দের চমৎকার কারিগরি । ভাল লেগেছে ।
১৪ ই আগস্ট, ২০১৭ সকাল ৭:০০
এম এ কাশেম বলেছেন: ধনয়বাদ প্রিয়
শুভেচ্চা জানবেন।
©somewhere in net ltd.
১| ১১ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:৪৫
মাহবুবুল আজাদ বলেছেন: বাহ বাহ