নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

বিধাতা -

০৪ ঠা অক্টোবর, ২০১৭ ভোর ৬:২১

বিধাতা –
পুরুষ হলে
নারী বিদ্বেষী অপবাদে
তোলপাড় হতো সারা বিশ্বে,
কিংবা
নারী হলে-
অবলা অসহায় দু্র্বল বলে
বিদ্রোহ করতো তাবৎ অহংকারী পুরুষ,



বিধাতা তাই-
নারী নয়
পুরুষ নয়
নয় কোন লিঙ্গ তুল্য
দেব কিংবা দেবী;



সকল মানবীয় কিংবা
ইন্দ্রীয় দুর্বলতার উর্দ্ধে
বিধাতা –
অক্ষয়
অব্যয়
চিরঞ্জীব মহান এক সত্বা;
আদি নেই
অন্ত নেই
জন্ম নেই
মৃত্যু নেই
নিদ্রা নেই
ক্লান্তি নেই
তিনি এক ও অদ্বীতিয়
লা – শরীক আল্লাহ
এই মহা বিশ্বের মহান স্রষ্টা,
আমার তোমার সকলের
হায়াৎ – মাওত – রিজিকের মালিক
সর্ব – জ্ঞানী
সর্ব – দ্রষ্টা
আলিমুল গায়েব,
থর থর করে কাঁপবে
রোজ হাশরে
দুনিয়ার সকল বাদশাহ
জালিম – নাস্তিক – বদকার,
সেদিন তিনিই একমাত্র বাদশাহ
একমাত্র বিচারক,
অনুকম্পা ছাড়া তাঁহার
রক্ষা নেই কাহার ও
তিনি রাহ্‌মানুর – রাহিম
প্রতিদান দিবেন হাতে হাতে
কড়ায় গন্ডায় বুঝিয়ে সকলকে
পাপের দিবেন কঠিন শাস্তি
আর পুন্যের অযুত সীমাহীন পুরষ্কার
একমাত্র তিনিই মহান ন্যায় বিচারক;



বিধাতা –
সৃষ্টির অগাধ ভক্তি ও বিশ্বাস
মাঠির অন্ধকার পথের শেষে
সহস্র বছর পরে ঐশ্বরিক আলোর উৎসব
জীবনের ওপারে আরেক জীবন
সুন্দরতম অনন্ত মৃত্যুহীন জীবনের
সুদৃঢ় সুমধুর সুনিশ্চিত আশ্বাস ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ ভোর ৬:২৭

শাহানাজ সুলতানা বলেছেন: খুব সুন্দর

০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ৭:৩২

এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ আপনাকে।

শুভেচ্ছা জানবেন।

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ৯:১৯

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সুন্দর।

০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ২:১১

এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ।

শুভেচ্ছা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.