নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...
চাঁদের দীঘিতে জ্যোৎস্নার জলে
কাঁচ ভাঙ্গা ঢেউ তোলে
হিরক তিলক জ্বলে তরঙ্গ মুকুঠে,
অনুরাগ ঝরে ঝরে
মুক্তোর ফুল ফোটে
অভিমানি কিশোরীর কাঁপা কাঁপা ঠোঁটে;
দুরু দুরু বুক
চপলা চাহনী
অন্তরের অন্দরে স্বপ্নীল সোনালী কাহিনী,
ধীরে ধীরে ধীরে
কাকে যেনো ঘিরে
বুকের মধ্যখানে অদ্ভুদ ফিসফিসানী;
অচেনা অজানা জানি
তবু তারে আপন মানি
বাতাসে কান পেতে শুনি তাহারই পদ-ধ্বনি,
আসবে জানি আসবে সে
গন্ধ খুঁজি পাই বাতাসে
মেঘের মতন ভেসে ভেসে নীলের আকাশে,
বুকের মাঝে হৃদয় সাজাই
গহীন বনে পুস্প কুঁড়ায়
ফুল বাগিচায় ফুলের রানী ফুলের মমতায়;
রাত পোহালে ঘুচবে আঁধার
ঘুচবে পালা মধুর অপেক্ষার
বিরহে ব্যাথায় মিলন মধুর হৃদয় একাকার;
সাত সমুদ্র দিয়ে পাড়ি
পঙ্খীরাজ ঘোড়ায় চড়ি
নিয়েছে যে স্বপনপুরে হৃদয় কাড়ি
আসবে সে আসবে আবার
ছিন্ন করে সকল আঁধার
প্রানের পাখি মনের মাঝি
স্বপ্নে দেখে স্বপ্নে সাজি
আসবে নিতে অচিন দেশের স্বপন কুমার।
১৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১৮
এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ ।
শুভেচ্ছা জানবেন।
©somewhere in net ltd.
১| ১৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০৩
রাজীব নুর বলেছেন: সুন্দর।